সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার হাইদ্রাবন্দ গ্রামের প্রবীণ চিকিৎসক ডা. মোঃ আব্দুল হান্নান-এর বাড়িতে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারী) দিনব্যাপী ডা. মোঃ আব্দুল হান্নান ট্রাষ্ট-এর উদ্যোগে ও বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনায় এবং জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত মানবিক এ কার্যক্রমে হাজারো গরীব ও অসহায় নারী-পুরুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য পৃথক পৃথকভাবে নির্মিত অস্থায়ী চেম্বারে রোগীদের ব্যবস্থাপত্র প্রদান ও একদল নার্সের তত্ত্বাবধানে পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ প্রদান করেন আয়োজকরা।
ডা. মোঃ আব্দুল হান্নান ট্রাষ্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক ও ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন লন্ডন ক্রয়ডন বারা কাউন্সিলের সাবেক মেয়র ও জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সভাপতি শেরওয়ান চৌধুরী, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিইও এন্ড এমডি এম. সাব উদ্দিন, জকিগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান, জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসাইন, জকিগঞ্জ সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খালেদ আহমদ ও সাংবাদিক জুনেদ আহমদ চৌধুরী সহ অনেকেই।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ ডা. মোঃ আব্দুল হান্নান ট্রাষ্ট ও বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এবং জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের এমন মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
Leave a Reply