1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ই রবিউল আউয়াল: মহানবীর আদর্শ অনুসরণ করা জরুরি জকিগঞ্জী চাচার খোলা চিঠি জকিগঞ্জে ফার্নিচার শ্রমিক সংগঠনের কার্যকরী কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জকিগঞ্জে সহকারী শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষককে সংবর্ধনা প্রদান জকিগঞ্জ পৌরসভায় ডিজিটাল সেবা চালু ঘরে বসেই মিলবে সনদ ও প্রত্যয়ন জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন কমান্ডারের দায়িত্ব নিলেন বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান জকিগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও পাতার বিড়ি জব্দ জকিগঞ্জে মাওলানা ফজলুল করীম পীর ছাহেব চরমোনাই (রহ.)-এর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষকরা মোবাইলে দিচ্ছেন পড়া মোবাইল আসক্তিতে শিক্ষার্থীরা জকিগঞ্জী চাচার খোলা চিঠি

আবুল হারিছ চৌধুরী’র স্মরণসভায় সামীরা তানজীন চৌধুরী: আমি আমার বাবা’র রাজনৈতিক দায়িত্ব নিতে আসিনি

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারম্যান পার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত আবুল হারিছ চৌধুরী’র মেয়ে ব্রিটিশ সরকারের লিগ্যাল ডিপার্টমেন্টের আইনজীবী ব্যারিস্টার সামীরা তানজীন চৌধুরী বলেছেন, আমি আমার বাবা’র রাজনৈতিক দায়িত্ব নিয়ে আসিনি। যেভাবে মরহুম সাইফুর রহমান ও ইলিয়াস আলীর পরিবারের লোকজন এসেছেন। আমি এসেছি আমার বাবার রেখে যাওয়া কাজ, উনার স্মৃতি এবং আমানত রক্ষায়। আমার বাবা জকিগঞ্জ-কানাইঘাট তথা সিলেটের মানুষের জন্য অনেক কাজ করে গিয়েছেন। এসব কাজের দেখা শোনা করা এবং এসবের তদারকি করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি কোন রাজনৈতিক কর্মী নয় উল্লেখ করে বলেন, আমার পরিচয় আমি মরহুম আবুল হারিছ চৌধুরী’র কন্যা। আর আমার পরিচয় হচ্ছে আমি আপনাদের সন্তান, কানাইঘাটের সন্তান। আমি কানাইঘাটকে ভালোবাসি। কারণ আমার বাবা আমাকে কানাইঘাটকে ভালোবাসতে শিখিয়েছেন। আমি দীর্ঘ পঁচিশ বছর থেকে বিদেশে রয়েছি। আমি এই দেশে এসে আমার বাবা’র লাশ তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী কানাইঘাটের মাটিতে দাফন করার যে প্রয়োজনটা সেটা বোধ করার মতো শিক্ষা আমার বাবা আমাকে দিয়ে গেছেন। হারিছ চৌধুরী সত্যিকারে যদি কোন অঞ্চলকে ভালোবাসতেন তাহলে, জকিগঞ্জ-কানাইঘাটকে ভালোবাসতেন, এই সিলেটকে ভালোবাসতেন। সে ভালোবাসা তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আমি সেই ভালোবাসা থেকেই আপনাদের নিকট হাজির হয়েছি। আমি চাই, আমার বাবা’র অসম্পূর্ণ কাজ যেন সম্পূর্ণ হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোঃ আবুল হারিছ চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কানাইঘাট উপজেলার সড়কের বাজারস্থ হারিছ চৌধুরী অডিটোরিয়ামে হারিছ চৌধুরী ফাউন্ডেশন আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কানাইঘাট উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও হারিছ চৌধুরী ফাউন্ডেশনের নেতা মাস্টার ফারুক আহমদ এবং জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় স্মরণসভায় হারিছ চৌধুরীর বর্ণাঢ্য জীবনের আলোকপাত করে বক্তব্য রাখেন-হারিছ চৌধুরী ফাউন্ডেশন কানাইঘাটের সভাপতি অধ্যাপক ইবাদুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফারুক আহমদ, হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আ.ক.ম ফয়জুল হক, ডা: মঈনুল হক, রিফতাহুল বর চৌধুরী, আব্দুল খালিক মোস্তফা, মোস্তফা কামাল, সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহিম ভরসা, সাংবাদিক এহসানুল হক জসীম, ক্রীড়া সংগঠক মোঃ আলম।
এ সময় বক্তারা বলেন, মরহুম আবুল হারিছ চৌধুরী একজন জাতীয় রাজনীতিবিদ ছিলেন, তিনি সময় তার জন্মভূমি কানাইঘাটে মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। চার দলীয় জোট সরকারের সময় তার হাত ধরে কানাইঘাট-জকিগঞ্জের ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি, সুরমা নদীর উপর ব্রীজ, প্রধান প্রধান সড়ক নির্মাণ, কানাইঘাট-জকিগঞ্জে পৌরসভা করা, পল্লীবিদ্যুতের ডিজিএম অফিস স্থাপন, ব্যাপকহারে বিদ্যুতায়ন, অসংখ্য শিক্ষা-প্রতিষ্ঠানে ভবন নির্মাণ এবং বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে এলাকার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখেছিলেন। তার কর্মের মাধ্যমে কানাইঘাট ও জকিগঞ্জের মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবেন এই মহান রাজনীতিবিদ। হারিছ চৌধুরী ফাউন্ডেশন সব-সময় এই রাজনীতিবিদকে স্মরণ রাখবে।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দীন সাজু, ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহ সভাপতি এটিএম সেলিম চৌধুরী, হারিছ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, মুলাগুল হারিছ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক আফতাব উদ্দিন, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, দিঘীরপাড় পূর্ব ইউপি বিএনপির সভাপতি নুর উদ্দিন, সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফখর উদ্দিন চৌধুরী। স্মরণসভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, নানা শ্রেণি-পেশার লোকজন, আবুল হারিছ চৌধুরীর আত্মীয়-স্বজন সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হারিছ চৌধুরীর মেয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার সামীরা তানজীন চৌধুরী বলেন, তার পিতা একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। তিনি সব-সময় তার জন্মভূমি সিলেট তথা কানাইঘাট ও জকিগঞ্জের আপামর মানুষজনকে ভালোবাসতেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় তিনি আত্মগোপন অবস্থায় আজকের এই দিনে মৃত্যুবরণ করেছিলেন। তার লাশ সাভারের একটি মাদ্রাসায় গোপনে দাফনও করা হয়েছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে অনেক সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে তাঁর পিতা মরহুম আবুল হারিছ চৌধুরীর লাশ উত্তোলন করে শেষ ইচ্ছানুযায়ী জন্মভূমি কানাইঘাটের তার প্রতিষ্ঠিত শফিকুর রহমান মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গনে দাফন করা হয়েছে। বিগত জোট সরকারের সময়ে তিনি কানাইঘাটে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। হারিছ চৌধুরী ফাউন্ডেশন সেসব প্রতিষ্ঠানের দেখভালের পাশাপাশি তার স্মৃতিকে ধরে রাখার জন্য আজীবন কাজ করে যাবে বলে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী তার বক্তব্যে বলেন। এজন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চান তিনি এবং তার পিতাকে দোয়া করার জন্য সবার প্রতি আহবান করেন।
স্মরণসভা শেষে মরহুম আবুল হারিছ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং শিরনী বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট