1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুরআনমুখী প্রজন্ম গঠনে নাজাত ফাউন্ডেশনের ভূমিকা অনন্য–মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী দেশজুড়ে নতুন করে আলোচনায় জকিগঞ্জের সন্তান চিত্রনায়ক সালমান শাহ ইছামতি ডিগ্রি কলেজে তালামীযে ইসলামিয়ার নবীন বরণ ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীরা সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে–ভিপি মাহবুবুল হক চৌধুরী জকিগঞ্জে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জান্নাতুল ফেরদৌস মুন্নী: নুমান উদ্দিন হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট-এর মেধাবৃত্তি পরীক্ষা ২১ ও ২২ নভেম্বর জকিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু জকিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিশ্রুতিশীল তরুণ মরহুম রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী স্মরণে এক হৃদয়স্পর্শী গজল সন্ধ্যা অনুষ্ঠিত 

ইছামতি ডিগ্রি কলেজে তালামীযে ইসলামিয়ার নবীন বরণ ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, সমাজে নৈতিকতা ও আদর্শের পুনর্জাগরণ ঘটাতে হলে ছাত্রসমাজকে সঠিক পথে গড়ে তোলা অত্যাবশ্যক। সেটি গঠনের মূলভিত্তি হবে জ্ঞান, বিশুদ্ধ আকীদা ও আখলাকে হাসানাহ। বর্তমান যুগে জ্ঞান অর্জনের অসীম সুযোগ সৃষ্টি হলেও বিশুদ্ধ আকীদা ও চরিত্র গঠনের প্রতি আমাদের মনোযোগ অনেকাংশে কমে গেছে। অথচ প্রকৃত শিক্ষা তখনই ফলপ্রসূ হয়, যখন তা আল্লাহভীতি ও আখলাকে হাসানার আলোয় আলোকিত হয়।

তিনি আরও বলেন, ছাত্ররা যদি দ্বীনি জ্ঞানে শিক্ষিত হয়, সঠিক আকীদায় দৃঢ় হয় এবং আখলাকে হাসানাহর মাধ্যমে সমাজে আদর্শ স্থাপন করে; তবে তাদের হাতেই একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ প্রতিষ্ঠিত হবে। আমাদেরকে জ্ঞানের পথে এগিয়ে যেতে হবে, কুরআন-সুন্নাহর আলোয় আকীদা শুদ্ধ করতে হবে এবং রাসূলুল্লাহ ﷺ-এর আদর্শিক আখলাক নিজের জীবনে ধারণ করতে হবে। এ তিনটি গুণই আমাদেরকে দুনিয়া ও আখেরাতে সফলতার দিকে নিয়ে যাবে।
তিনি মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের পার্শ্ববর্তী জান্নাত কনভেনশন হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ইছামতি ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে নবীন বরণ ও কলেজ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, সিলেট পূর্ব জেলার সহ-সভাপতি আহমদ আল মনজুর, সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তালামীযের সাধারণ সম্পাদক আফসার হুসাইন, এমসি কলেজ তালামীযের সভাপতি মো. দেলোয়ার হোসাইন, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল লতিফ শামীম, মুহাদ্দিস মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জকিগঞ্জ উপজেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, মনিকপুর ইউনিয়ন আল-ইসলাহ শাখার সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, লতিফিয়া কারি সোসাইটি ইছামতি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল মুকিত ও আবু সুফিয়ান, ইছামতি কামিল মাদ্রাসা শাখার সাবেক সভাপতি আকবর আহমদ চৌধুরী, ইছামতি ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি আব্দুল হাছিব তাপাদার, সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আবু হানিফ মো. নাঈম, ইছামতি কামিল মাদ্রাসা শাখার সভাপতি আহমদ হোসাইন আইমান, সহ-সভাপতি মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী ও ইছামতি ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি আব্দুল বাতিন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা তালামীযের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্য দায়িত্বশীলগণ।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হাফিজ কামরুল ইসলাম, নাতে রাসুল (সা.) পাঠ করেন মিনহাজুল আবেদিন, তারানায়ে তালামীয পরিবেশন করেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’-এর শিল্পীবৃন্দ এবং মর্সিয়া পাঠ করেন মোস্তফা আহমদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট