জকিগঞ্জের ঐতিহ্যবাহী ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার সাবেক ছাত্র মাওলানা আকতারুজ্জামানের আমেরিকা যাত্রা উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত প্রদান করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) মাদরাসার হবিবিয়া ছাত্র সংসদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হবিবিয়া ছাত্র সংসদের পক্ষ থেকে প্রবাসগামী মাওলানা আকতারুজ্জামানকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, মাওলানা আকতারুজ্জামান বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিদেশে থেকেও তিনি বিশ্বের দরবারে জকিগঞ্জের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবেন আমরা এমনটাই প্রত্যাশা করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবিয়া ছাত্র সংসদের ভি.পি আহমদ হোসাইন আইমান, জি.এস মো. মিছবাহ উদ্দিন চৌধুরী, এ.জি.এস মো. মাজহারুল ইসলাম চৌধুরী, তাহমিদুর রহমান চৌধুরী, আবিদুর রহমান চৌধুরী, আব্দুর রহমান চৌধুরী, আমান আহমদ ও সাফওয়ান আহমদ প্রমুখ।
Leave a Reply