ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও সিলেট সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এই সংগঠন যে সেবা কার্যক্রম পরিচালনা করছে, তা আমাদের সমাজের জন্য দৃষ্টান্ত হতে পারে। আমি আশা করি, ভবিষ্যতে এ সংগঠন আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাবে। তিনি হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ছায়াতলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি শুক্রবার (১৪ মার্চ, ১৩ রমজান) নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে হৃদয়ে জকিগঞ্জের উদ্যোগে সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী, রাজনীতিবিদ, তরুন, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি হাফিজ শাহিদুর রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রুহেল লস্করের সঞ্চালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক খালেদ আহমদ।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরী, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দিন, উইমেন্স মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল আবদুল ওয়াদুদ তাপাদার, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম এ হান্নান, ইছামতি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জালাল আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট জেলা যুব দলের সহ সভাপতি শাহিন আহমদ, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল মহি উদ্দিন ফারুক, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট কম্বাইন্ড রোটারি ক্লাবের সহ-সেক্রেটারী ডা. মুস্তফা আহমদ আজাদ, জকিগঞ্জ স্টুডেন্টস অর্গানাইজেশনের সভাপতি হাবিবুর রহমান মাসরুর, জকিগঞ্জ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাহিদুল ইসলাম, একাত্তর টেলিভিশন সিলেটের প্রতিনিধি হোসাইন আহমদ সুজাদ, জকিগঞ্জ একতা ফোরামের সহ সভাপতি ডা. শাহিদুর রাহমান, সাউথ এশিয়ান ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইকবাল, সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট মোস্তাক আহমদ, মারকাজুত তাকওয়া মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা জামিল আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব জকিগঞ্জের দায়িত্বশীলবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী।
Leave a Reply