সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ৪ শতাধিক গরীব, অসহায় ও হতদারিদ্র মানুষের মাঝে মশারী বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন স্মাইলেজ চ্যারিটি।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১১ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ২নং ওয়ার্ডের অন্তর্গত নালুহাটি গ্রামে অবস্থিত স্মাইলিজ চ্যারিটি ইউকের কান্ট্রি ডিরেক্টর সিরাজুল ইসলাম তাপাদার-এর বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে তা বিতরণ করা হয়।
জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলকারনাইন লস্করের সভাপতিত্বে ও স্মাইলেজ চ্যারিটি ইউকের পরিচালক মাওলানা মোঃ আব্দুল বাছিত-এর উপস্থাপনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন মাসুদ আহমদ।
স্মাইলেজ চ্যারিটি ইউকের কান্ট্রি ডিরেক্টর সিরাজুল ইসলাম তাপাদার-এর স্বাগত বক্তব্যে সূচীত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, কানাইঘাটের লক্ষীপ্রসাদ ইউনিয়ন-এর প্রবীণ চিকিৎসক ডাঃ হারিছ উদ্দিন ও বিশিষ্ট মুরব্বী মাস্টার নাজির উদ্দিন চৌধুরী।
জানা যায়, স্মাইলেজ চ্যারিটি ২০১৮ সালে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন হিসেবে সরকারি অনুমোদন লাভ করে। এরপর থেকে এই চ্যারিটি বাংলাদেশের গরীব, অসহায় ও হতদারিদ্র মানুষের কল্যাণে সময়ে সময়ে নানা ধরণের প্রকল্প বাস্তবায়ন করেছে। বিশেষ করে গৃহ নির্মাণ প্রকল্প, টিউবওয়েল প্রকল্প, শিক্ষা প্রকল্প, শীতবস্ত্র বিতরণ প্রকল্প, ঈদ সামগ্রী বিতরণ প্রকল্প, কুরবানীর গোস্ত বিতরণ প্রকল্প ও মশারী বিতরণ প্রকল্প এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।
Leave a Reply