জকিগঞ্জ উপজেলা ৭নং বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে শিক্ষার উন্নয়নে প্রতিষ্ঠিত ‘আলো ফাউন্ডেশন’ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে।
এ উপলক্ষে রোববার (২৯ জুন) বিকাল ৩ টায় স্থানীয় আমলশীদ বাসস্টেশনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী রাসেল আহমেদ রাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র ১ম সহ সভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন।
আলো ফাউন্ডেশনের সেক্রেটারি ইশতিয়াক আহমদ ও অফিস সেক্রেটারি সাঈদ মোহাম্মদ ইমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে এলাকাবাসী ছাড়াও অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা নাসির উদ্দিন নছির, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবী আবিদুর রহমান, তরুণ আইনজীবী বিএনপি নেতা নাসির উদ্দিন সাদিক ও আমলশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলো ফাউন্ডেশনের উপদেষ্টা এডিট দেলোয়ার হোসেন চৌধুরী, এডভোকেট হুমায়ুন রশীদ জাবেদ ও মাওলানা বদরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলো ফাউন্ডেশনের হিসাব রক্ষক সাকিল হোসেন, আহমেদ ফাহিম, নির্বাহী সদস্য আব্দুল মুমিন, আরিফ আহমদ, মাহবুবুর রহমান, মাসুম আহমদ, হাফিজ আবু বকর সিদ্দিক ও আবু হায়দার টিপু প্রমূখ।
অনুষ্ঠান শেষে পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেন অতিথিবৃন্দ সহ ফাউন্ডেশনের দায়িত্বশীলগণ।
জানা যায়, আলো ফাউন্ডেশন শতভাগ সাধারণ শিক্ষা নিশ্চিত করা, কারিগরি শিক্ষার মাধ্যমে যুবসমাজকে কর্মমূখী করে তোলা ও সকল বয়সী পুরুষ ও মহিলাদের মৌলিক ধর্মীয় শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
Leave a Reply