বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশন-এর ২০২৫-২০২৭ মেয়াদী দ্বি-বার্ষিক নির্বাচনে জকিগঞ্জের আমলশীদ এলাকার কৃতি সন্তান মোঃ আমিনুল ইসলাম কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে আমলশীদ বাসষ্টেশনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা প্রদান করে আমলশীদ মানবকল্যাণ সোসাইটি।
আমলশীদ মানবকল্যাণ সোসাইটির উপদেষ্টা ফয়জুর রহমান-এর সভাপতিত্বে ও সোসাইটির সভাপতি মোঃ হিফজুর রাসুল খানের পরিচালনায় এতে সংবর্ধিত অতিথি’র বক্তব্য রাখেন সোসাইটির সম্মানিত উপদেষ্টা ও বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী সদস্য মোঃ আমিনুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন-“এই স্বীকৃতি আমার একার নয়, এটি আমাদের সবার। দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা বজায় রাখব এবং এলাকার উন্নয়নে সর্বদা পাশে থাকব।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সংগঠক বিপুল দাস, মাওলানা আজমল আহমদ, ইসলাম উদ্দিন, জামিল আহমদ, শিক্ষা সচিব মাওলানা রশীদ আহমদ ও আমলশীদ বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ, সোসাইটির সাবেক সভাপতি গোলজার হুসেন ও কোষাধক্ষ্য শাহরিয়ার মাহমুদ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “মোঃ আমিনুল ইসলাম কেবল পেশাগত সাফল্যের পরিচায়ক নন, মানবকল্যাণমূলক কাজেও তিনি সক্রিয়। তার এই অর্জন ব্যক্তিগত মর্যাদার পাশাপাশি আমলশীদ তথা পুরো এলাকার জন্য এক অনন্য সম্মান।”
অনুষ্ঠান শেষে আমলশীদ মানবকল্যাণ সোসাইটির পক্ষ থেকে তাকে একটি বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য যে, বিজ্ঞাপন ও মিডিয়া ক্ষেত্রে দীর্ঘদিনের দক্ষতা ও পেশাগত সুনামের কারণে আমিনুল ইসলাম-এর জাতীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্তি। তিনি কেবল স্থানীয়ভাবে নয়, দেশের বিজ্ঞাপন শিল্পেও এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে সমাপ্তিলগ্নে দোয়া পরিচালনা করেন মাওলানা রশীদ আহমদ।
Leave a Reply