জকিগঞ্জ উপজেলার অন্তর্গত চৌধুরী বাজার প্রবাসী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১০ মে) জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিষদের সভাপতি ময়জুল হক তালুকদারের সভাপতিত্ত্বে ও বাংলাদেশ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা এম এ বারী সিলেটি’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা কৃষকদলের আহবায়ক ইকবাল আহমদ তাপাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়া মোহাম্মদীয়া হাড়িকান্দি মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা হামিদুর রহমান মাদানি। বক্তব্য রাখেন, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা আব্দুস সবুর, কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার.) মো: ইউনুছ আলী, নওয়াগ্রাম (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার.) আব্দুল হালিম, শিক্ষক বিমল দেবরায়, জুবায়ের আহমাদ, কবির আহমদ, আহাদুর রহমান মুন্না, শিক্ষক রুহুল আমিন, সুলতান আহমদ, মাওলানা শহীদুল ইসলাম জিহাদী ও মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল আহমদ তাপাদার বলেন, আজকের বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় পারদর্শী হয়ে উঠতে হবে। পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে সমাজ ও রাষ্ট্রে শান্তির সুবাতাস বইয়ে দিতে হবে। তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন একটি সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ভাইরাস থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য বেশি বেশি প্রতিযোগিতামূলক বিষয়ের আয়োজন করতে হবে। চৌধুরীবাজার প্রবাসী সমাজকল্যাণ পরিষদ বৃত্তি প্রদানের মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটুকুই পালন করে চলছে।
Leave a Reply