জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের পূর্ব কসকনকপুর ফুলের দীঘি স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে এবারের এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কেজি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পোশাক ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় স্থানীয় কসকনকপুর আদর্শ কেজি স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসোসিয়েশনের উপদেষ্টা আজিজুর রহমান তাপাদার-এর সভাপতিত্বে ও এসোসিয়েশনের সভাপতি মো. সাদ উদ্দিন তাপাদার এবং সাধারণ সম্পাদক মোঃ গুলজার আহমদের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হাসান ফাহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জালাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারহাল হাটুবিল গাউছিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা’র সুপার মাওলানা ফারুক আহমদ, সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, সোনাসার রাবেয়া খাতুন হাসপাতাল-এর পরিচালক ডা. মোয়াজ্জেম ইসলাম, কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মইন, এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল মান্নান, ইউপি সদস্য বদরুল হক ও কসকনকপুর আদর্শ কেজি স্কুলের প্রিন্সিপাল কাজী ইমরান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী মিনহাজুল ইসলাম, ছায়িম আহমদ, ফাহিম আহমদ, শ্রাবণ চন্দ্র, জাহেদ আহমেদ, তাহমিনা, তানজিনা, মাইশা, জোনাকি, পলি, শিমু, সাহারা, মমতা ও রুপা রানি।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম নাজিম, রাহি আহমদ, ফয়সাল আহমদ, আব্দুল মতিন, শফিকুর রহমান, মাওলানা মতিউর রহমান, আব্দুল মানিক, সেলিম, ইদই মিয়া, খালু মিয়া ও আব্দুশ শুকুরসহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Leave a Reply