জকিগঞ্জের বৃহত্তর মাদারখাল গ্রাম পঞ্চায়েত কমিটির উদ্যোগে এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়, মাদক সেবন, চুরি-ডাকাতি, সমাজ ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপ বন্ধে উদ্বুদ্ধমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৮ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের মাদারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বৃহত্তর মাদারখাল পঞ্চায়েত কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরাম আলীর সভাপতিত্বে এবং ডা. তাজ উদ্দিনের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ আব্দুল ফাত্তাহ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রনয় বিশ্বাস। প্রধান বক্তার বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, খলাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদ, ঈদগা বাজার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হামিদ, প্রবাসী ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ ডা, হাবিবুল্লাহ মিসবাহ, স্থানীয় ইউপি সদস্য মোস্তাক আহমদ, জেড টিভি’র নির্বাহী সম্পাদক আব্দুস শহীদ শাকির ও মাওলানা এনামুল হক
বক্তব্য রাখেন- ভিলেন্স ডিফেন্স টিমের দলনেতা মুজিবুর রহমান, সহকারী দলনেতা আবুল কালাম আজাদ, সহকারী দলনেতা আমিরুল ইসলাম, সদস্য বুরহান উদ্দিন, সিরাজ উদ্দিন সিরাজী, আব্দুল কাইয়ুম, ইমরান হোসেন, আব্দুস সামাদ, আহমদ আল হোসাইন, কামরুল ইসলাম, মাহমুদুল হাসান, মাহফুজ আলম জুয়েল, সালেহ আহমদ, মোঃআব্দুস ছালাম ও মোঃ মোস্তাক আহমেদ প্রমুখ।
সভায় অতিথিবৃন্দ ভিলেন্স ডিফেন্স টিমের সদস্যদেরকে আইডি কার্ড পরিয়ে পরিচিত করে দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রনয় বিশ্বাস বলেন- “একটি নিরাপদ সমাজ গড়ার প্রথম ধাপ হলো জনগণের সম্মিলিত সচেতনতা। মাদারখাল গ্রাম পঞ্চায়েত কমিটির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এটি মডেল হিসেবে কাজ করবে।”
প্রধান বক্তার বক্তব্যে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন- “পুলিশ সবসময়ই এলাকার জনগণের পাশে আছে। ভিলেজ ডিফেন্স টিম গঠনের মাধ্যমে জনগণ এখন সরাসরি আইন-শৃঙ্খলা রক্ষায় অংশীদার হলো। মাদক কারবারী ও সমাজবিরোধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই টিমের মাধ্যমে এলাকার যুব সমাজকে ঐক্যবদ্ধ করে মাদক ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে, যা মাদারখালকে একটি শান্ত ও সুরক্ষিত গ্রামে পরিণত করতে সাহায্য করবে।
Leave a Reply