জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন-এর শাহবাগ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক অসহায় ও দারিদ্র মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন শিল্পপতি ও সমাজসেবী ফাহিম আল ইসহাক চৌধুরী।
এ উপলক্ষে রোববার সকালে শাহবাগ মহিদপুরস্থ নিজ বাড়িতে এক সংক্ষিপ্ত সভা ও মোনাজাতের আয়োজন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল ইসহাক চৌধুরীর বড় ভাই সমাজসেবী এটি.এম. সেলিম চৌধুরী সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, ১নং বারহাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হামিদ চৌধুরী, সমাজসেবী ও শিক্ষানুরাগী ডক্টর ইকবাল ছাদিউল ও তরুণ আলেম মাওলানা সোহাইল আহমদ চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে জানতে চাইলে সমাজসেবী এটি.এম. সেলিম চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ শাহবাগ এলাকার পাঁচ শতাধিক মানুষের মধ্যে আমার যুক্তরাজ্য প্রবাসী ভাই ফাহিম আল ইসহাক এসব খাদ্য সামগ্রী উপহার হিসাবে দিচ্ছে। এসব খাদ্য সামগ্রী আমাদের বাড়ি ছাড়াও আরোও দু’টি স্থানে বিতরণ করা হবে। তবে সবগুলোই আমরা বৃহত্তর শাহবাগ এলাকায় বিতরণ করবো।
মানবিক এই উদ্যোগের বিষয়ে ১নং বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী বলেন, নিঃসন্দেহে এমন উদ্যোগ প্রশংসার দাবী রাখে। আমরা বার বার দেখেছি এই পরিবারের পক্ষ থেকে যে কোন উপলক্ষে এভাবে খাদ্য বিতরণ করা হয়। এভাবে সকল বিত্তবান মানুষ নিজ নিজ এলাকার অসহায় ও দারিদ্র মানুষের পাঁশে দাঁড়ালে দেশ অনেক এগিয়ে যেতো। তিনি যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল ইসহাক চৌধুরীর পরিবারের জন্য সকলের নিকট দো’আ কামনা করেন।
Leave a Reply