জকিগঞ্জের আল-মাদানী পরিষদ, আমলশীদ-এর উদ্যোগে এবারের এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় আমলশীদ বাসস্টেশনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আল-মাদানী পরিষদ, আমলশীদ-এর সভাপতি মোঃ লোকমান উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের সদস্য মোঃ আলী আকবর।
আল-মাদানী পরিষদ, আমলশীদ-এর উপদেষ্টা হাফিজ জিল্লুর রহমানের স্বাগত বক্তব্যে সূচীত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন (নছির), জনকল্যাণ ফাউন্ডেশন, বারঠাকুরী’র চেয়ারম্যান তরুন সংগঠক আবিদুর রহমান ও সমাজসেবী ডা. বিভাকর দেশমূখ্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা সদস্য নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জামিল আহমদ মাওলানা ফজলুর রহমান ও আমলশীদ বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা আব্দল আহাদসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মাধ্যমেই সমাজ ও জাতির প্রকৃত উন্নতি সম্ভব। শিক্ষার্থীরা যদি সঠিকভাবে তাদের জ্ঞান ও মেধা কাজে লাগাতে পারে, তবে তারাই একদিন দেশের নেতৃত্ব দেবে। বক্তারা আরও বলেন, আজকের কৃতী শিক্ষার্থীরা শুধু পরিবারের নয় বরং পুরো সমাজের গর্ব। তাদের সফলতার পেছনে শিক্ষকদের পরিশ্রম ও অভিভাবকদের অক্লান্ত প্রচেষ্টাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এজন্য সকলকে শিক্ষার প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এবারের এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
Leave a Reply