জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে জকিগঞ্জ থানার এসআই মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শাহগলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন- কানাইঘাট উপজেলার বাউরভাগ দক্ষিণ এলাকার জলাল আহমদের ছেলে বাবুল আহমেদ (২৮) ও নিজ বাউরভাগ পর্ব এলাকার আব্দুস শুকুরের ছেলে এবাদুর রহমান (২২)।
জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জকিগঞ্জের শাহগলি বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে বাবুল আহমেদ ও এবাদুর রহমানেকে আটক করা হয়। এসময় আটকৃতদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ আট হাজার টাকা জব্দ করা হয়।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, শনিবার এ ব্যাপারে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply