1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিজ এলাকাবাসীর দোয়া চেয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন জকিগঞ্জ বিএনপি সভাপতি শফিকুর রহমান থেমে নেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর চক্ষুসেবা কর্যক্রম জকিগঞ্জে প্রবাসী ঐক্য ফোরাম, চৌধুরী বাজার-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জকিগঞ্জের ৮৫টি পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন বিএনপি নেতা জাকির হোসাইন জকিগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা জমকালো আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করলো জকিগঞ্জ সরকারি কলেজ বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মোয়াজ্জিনদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে—জাকির হোসাইন জকিগঞ্জ এসোসিয়েশন-এর অন্যতম প্রতিষ্ঠাতা মোজাম্মেল আলী আদই’র স্বপরিবারে যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে বিদায় সংবর্ধনা জকিগঞ্জে কুশিয়ারা নদীতে গোসলে গিয়ে যুবক নিখোঁজ জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন সন্তানের জন্ম দিলেন এক নারী!

জকিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে তালামীযের আলোচনা সভা, সীরাত প্রতিযোগিতা ও মুবারক র‍্যালী অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, সীরাত বিষয়ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও মুবারক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসা থেকে র‍্যালী শুরু হয়ে জকিগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদরাসায় এসে শেষ হয়। তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু হানিফ মো. নায়িম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত র‍্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের ঈমানি দায়িত্ব। প্রিয়নবী (সা.) আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তাই তাঁর স্মৃতিকে হৃদয়ে জাগিয়ে রাখতে এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের আয়োজন করি। নবীজি (সা.) নিজেই রোজা রেখে মীলাদের আমল করেছেন। সেজন্য মীলাদকে হেয় প্রতিপন্ন করার কোনো অবকাশ নেই, বরং এর মাধ্যমে আমরা তাঁর জীবনাদর্শ জানার ও তা অনুসরণ করার সুযোগ পাই।
‎তিনি আরো বলেন, ছোটবেলা থেকেই আমাদের সন্তানদের নবীজির আদর্শে গড়ে তোলা জরুরি। র‍্যালী, সীরাত প্রতিযোগিতা সহ নবীজি (সা.) এর শানের আয়োজনগুলো দেখে শিশু-কিশোরদের মধ্যে নবীপ্রেম জাগ্রত হয়। তাই আমাদের উচিত, নবীজি (সা.)-এর সীরাতকে তাঁদের কাছে পৌঁছে দেওয়া। এর মাধ্যমে তারা নবীজি (সা.)-কে জানতে পারবে এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হতে পারবে।
‎আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলী রাব্বি রতন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, সংগঠনের সিলেট জেলা (পূর্ব) শাখার সহ-সভাপতি আহমদ আল মনজুর, সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, জকিগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সাদিকুর রহমান, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, সংগঠনের সিলেট জেলা (পূর্ব) শাখার সদস্য সাদিক আহমদ, পৌর সভাপতি মো. দিলশাদ আনোয়ার ও সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
‎র‍্যালীতে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা (পূর্ব) শাখার সাবেক সভাপতি মো. ইসলাম উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, জকিগঞ্জ ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জকিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আলী হোসেন, সংগঠনের ইছামতি কামিল মাদ্রাসা শাখার সভাপতি আহমদ হোসাইন আইমান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী।
‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জকিগঞ্জ উপজেলা সহ-সভাপতি জুবায়ের আহমদ, সহ-সাধারণ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, খাইরুল ইসলাম চৌধুরী, পৌর সহ সাধারণ সম্পাদক তাহমিদ আহমদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক আহমদুল হক, পৌর সাংগঠনিক‌ সম্পাদক সাজু আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক নাজির উদ্দিন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট