বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, সীরাত বিষয়ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও মুবারক র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসা থেকে র্যালী শুরু হয়ে জকিগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদরাসায় এসে শেষ হয়। তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু হানিফ মো. নায়িম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত র্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের ঈমানি দায়িত্ব। প্রিয়নবী (সা.) আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তাই তাঁর স্মৃতিকে হৃদয়ে জাগিয়ে রাখতে এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের আয়োজন করি। নবীজি (সা.) নিজেই রোজা রেখে মীলাদের আমল করেছেন। সেজন্য মীলাদকে হেয় প্রতিপন্ন করার কোনো অবকাশ নেই, বরং এর মাধ্যমে আমরা তাঁর জীবনাদর্শ জানার ও তা অনুসরণ করার সুযোগ পাই।
তিনি আরো বলেন, ছোটবেলা থেকেই আমাদের সন্তানদের নবীজির আদর্শে গড়ে তোলা জরুরি। র্যালী, সীরাত প্রতিযোগিতা সহ নবীজি (সা.) এর শানের আয়োজনগুলো দেখে শিশু-কিশোরদের মধ্যে নবীপ্রেম জাগ্রত হয়। তাই আমাদের উচিত, নবীজি (সা.)-এর সীরাতকে তাঁদের কাছে পৌঁছে দেওয়া। এর মাধ্যমে তারা নবীজি (সা.)-কে জানতে পারবে এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হতে পারবে।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলী রাব্বি রতন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, সংগঠনের সিলেট জেলা (পূর্ব) শাখার সহ-সভাপতি আহমদ আল মনজুর, সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, জকিগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সাদিকুর রহমান, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, সংগঠনের সিলেট জেলা (পূর্ব) শাখার সদস্য সাদিক আহমদ, পৌর সভাপতি মো. দিলশাদ আনোয়ার ও সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
র্যালীতে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা (পূর্ব) শাখার সাবেক সভাপতি মো. ইসলাম উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, জকিগঞ্জ ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জকিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আলী হোসেন, সংগঠনের ইছামতি কামিল মাদ্রাসা শাখার সভাপতি আহমদ হোসাইন আইমান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জকিগঞ্জ উপজেলা সহ-সভাপতি জুবায়ের আহমদ, সহ-সাধারণ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, খাইরুল ইসলাম চৌধুরী, পৌর সহ সাধারণ সম্পাদক তাহমিদ আহমদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক আহমদুল হক, পৌর সাংগঠনিক সম্পাদক সাজু আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক নাজির উদ্দিন প্রমুখ।
Leave a Reply