1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট জকিগঞ্জ-শেওলা ভাঙা সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করলেন এলাকাবাসী জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সভা অনুষ্ঠিত জকিগঞ্জ পৌরসভা কেমিস্ট সমিতির নির্বাচন সম্পন্ন ভারতে কারাভোগ শেষে তামাবিল ইমিগ্রেশন দিয়ে জকিগঞ্জ-কানাইঘাটের পাঁচ যুবক দেশে ফিরলেন প্রকৃতিতে শীতের আমেজ: যথাযথ সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান জকিগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের দিনব্যাপী কর্মী শিক্ষাসভা অনুষ্ঠিত জকিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে রেখে এমপি প্রার্থী চাকসু মামুনের উঠান বৈঠক অনুষ্ঠিত শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের এক যুগে পদার্পন অনুষ্ঠান ১৫ ফেব্রুয়ারি জকিগঞ্জ পৌর কৃষকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সভা অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

জকিগঞ্জ থেকে চুরি, ডাকাতি, রাহাজানি ও সর্বপ্রকার মাদক নির্মূল এবং দুর্নীতি মুক্ত সমাজ গঠনে এক সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাসস্টেশনে কাজলসার ইউনিয়ন দুর্নীতি দমন পরিষদ এ সভার আয়োজন করে।
৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ. রশীদ বাহাদুর-এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজির আহমদ-এর পরিচালনায় এ সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল আহমদ তাপাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক নির্বাচিত সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শরীফ আহমদ লস্কর, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, কাজলসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব চেরাগ আলী, সমাজসেবী মিনহাজ সামাদ চৌধুরী ও সিলেট ল’কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি এম.এ.আহাদ শোয়েব প্রমূখ।
সভায় বক্তারা- কাজলসার ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্প্রতি সময়ে চুরি, ডাকাতি, মাদক ও দুর্নীতি বেড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন। তাঁরা অবিলম্বে সকল প্রকার অপরাধীদের কঠোরভাবে আইনের আওতায় নিয়ে আসতে জকিগঞ্জ থানা পুলিশকে আহবান জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আশিক চৌধুরী বলেন- পুলিশ এখন দুর্নীতির সাথে জড়িত। পুলিশ চাইলে সব ধরনের অপরাধ মুহূর্তেই বন্ধ হয়ে যেতো। কিন্তু পুলিশ তা না করে তারা অপরাধীদের সাথে আতাত করে চলছে। তিনি পুলিশের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন-এভাবে বেশী দিন করতে পারবেন না। আর মাত্র দুই মাস পরেই আপনাদের শক্ত করে ধরা হবে। কোন পুলিশ অপরাধীদের সাথে যোগাযোগ রাখতে পারবেনা। তিনি যে কোন অপরাধীকে পেলে এলাকাবাসীকে সাহস নিয়ে ধরার আহবান জানিয়ে বলেন, আপনারা ধরে আমাদের খবর দিলে আমরা এসে আপনাদের যথাযথ সহযোগিতা করবো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট