1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে জনকল্যাণে ১০ কোটি টাকার তহবিল নিয়ে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের যাত্রা শুরু জকিগঞ্জ শাহগলি বাজার মনিটরিংয়ে ১৫ হাজার ৫’শ টাকা জরিমানা জকিগঞ্জ-শেওলা ভাঙ্গা সড়কে চরম দুর্ভোগ জকিগঞ্জে নদী ভাঙনে হুমকির মুখে সুরানন্দপুর সরকারি প্রাথমকি বিদ্যালয় জকিগঞ্জে পুলিশের হাতে ১২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ ১ জন গ্রেপ্তার জকিগঞ্জে কাজের ফাঁকে স্কুল পরিদর্শন করলেন ইউএনও: নিয়েছেন ক্লাসও! জকিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জকিগঞ্জে বাজার মনিটরিংয়ে বিশ হাজার টাকা জরিমানা জকিগঞ্জে দিনব্যাপী সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জকিগঞ্জে ছাত্র মজলিসের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

জকিগঞ্জে জনকল্যাণে ১০ কোটি টাকার তহবিল নিয়ে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের যাত্রা শুরু

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জনকল্যাণে ১০ কোটি টাকার তহবিল নিয়ে “ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট”-এর যাত্রা শুরু হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় হলরুমে ট্রাস্টের কার্যক্রম ও মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ সম্পর্কে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সহ সভাপতি সমাজসেবী এ.টি.এম. সেলিম চৌধুরী’র সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী হাফিজা সুহা আল আকসা চৌধুরী ও গীতাপাঠ করেন শিক্ষক রুনু কুমার দাস।
মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ট্রাস্টের সচিব শাব্বির আহমদ ও শিক্ষক শুভ্রকান্তি দাস চন্দনের যৌথ উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম মিতু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জের ১নং বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি মোঃ কুতুব উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ.মালেক চৌধুরী, বারহাল ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী, কানাইঘাট সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আজাদ উদ্দিন, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, শিক্ষাবিদ ড. ইকবাল সাদিওল ও প্রবীণ শিক্ষক নাজমুল হক চৌধুরী।
ট্রাস্টের কার্যক্রম প্রসঙ্গে অভিব্যক্তি প্রকাশ করেন জকিগঞ্জের ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ শিহাবুর রহমান, শাহবাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুয়াইবুর রহমান, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ, কানাইঘাট মাধ্যমিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক এনামুল হক, কানাইঘাট মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মাওলানা খলিলুর রহমান, জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমতির সাধারণ সম্পাদক মুহিউদ্দীন হায়দার, জকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস শহীদ তাপাদার, কানাইঘাট শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল লতিফ, জকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালিক, কানাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি খাজা আজির উদ্দিন, জকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল হালিম, নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম, শাহজালাল আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ জামাল উদ্দিন ও লতিফিয়া আইডিয়াল একাডেমির পরিচালক ইয়াহইয়া আহমদ চৌধুরী প্রমূখ।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে ট্রাস্টের সচিব ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ জানান, জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ মহিদপুর গ্রামের (মসজিদওয়ালা বাড়ি’র) কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল ইসহাক চৌধুরী দীর্ঘদিন থেকে জকিগঞ্জ-কানাইঘাটের আর্তমানবিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন। ইতিমধ্যে বেশ কিছু মসজিদ, মাদ্রাসা ও স্কুলে ভবন নির্মাণ সহ রাস্তাঘাট এবং কালভার্ট নির্মাণ করে দিয়েছেন। এতদিন এ সকল কার্যক্রম নিজে ব্যক্তিগতভাবে করে থাকলেও এখন থেকে “ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট”-এর মাধ্যমে পরিচালিত হবে। বিশেষ করে এই ট্রাস্টের মাধ্যমে এখন থেকে প্রতি বছর জকিগঞ্জ ও কানাইঘাটের সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি এ ব্যাপারে জকিগঞ্জ-কানাইঘাটের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম মিতু বলেন, আজ ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মাধ্যমে জকিগঞ্জ কানাইঘাটের সকল স্কুল ও মাদ্রাসা প্রধানদের এক সাথে পেয়ে খুবই ভালো লাগছে। শিক্ষক নেতৃবৃন্দের এমন একটি মিলন মেলা বিরল বলে উল্লেখ করেন। তিনি ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জেলা শহর থেকে দুরত্বের কারণে নানাভাবে পিছিয়ে পড়া জকিগঞ্জ উপজেলাকে এগিয়ে নিতে এভাবে সকল দানশীল ব্যক্তিবর্গকে এগিয়ে আসা উচিত। তিনি ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের উত্তোরোত্তর সফলতা কামনা করেন।
জানা যায়, ফাহিম আল ইসহাক চৌধুরী যে কোনো প্রাকৃতিক দূর্যোগে তিনি থাকেন সর্বাগ্রে। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তিনি অকাতরে অর্থায়ন করেন। নিহত ও আহত পরিবারের পাঁশে নিঃস্বার্থভাবে দাঁড়ান। তাছাড়াও বিগত বন্যাসহ সকল ক্ষেত্রে তিনি মানুষের পাশে থেকে দান ও সেবা করে যাচ্ছেন যা সর্বজন স্বীকৃত ও সমাদৃত হয়েছে। অসংখ্য স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণে আর্থিক সহযোগিতা, কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা দান করে মানবতা কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন তা অতি প্রশংসনীয়। তাঁর মতো মানবিক ও আবেগিক মহৎ চিন্তার মানুষ বর্তমান সময়ে বড়ই প্রয়োজন। সর্বোপরি সমাজসেবী ফাহিম আল ইসহাক চৌধুরী একজন নির্লোভ, নিরহংকারী ও সাদামনের মানুষ। ফাহিম আল ইসহাক চৌধুরী জকিগঞ্জ-কানাইঘাট দুই উপজেলার শিক্ষার প্রচার-প্রসারে কাজ করবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তিমূলক কার্যক্রম পরিচালনা করবে। আর এসব কার্যক্রম পরিচালনায় ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের তহবিলে ১০ কোটি টাকার ফান্ড করবেন শিল্পপতি ফাহিম আল ইসহাক চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট