জকিগঞ্জের প্রতিবন্ধীদের নিয়ে প্রতিষ্ঠিত “প্রতিবন্ধী কল্যাণ সংস্থা” (প্রকস)-এর ২০২৫-২৬ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজারে প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত এক সাধারণ সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি- আল আমীন হক ময়নুল, সহ সভাপতি- হোসেন আহমদ, সাধারণ সম্পাদক- হোসাইন আহমদ, অর্থ সম্পাদক- জুবের আহমদ, প্রচার সম্পাদক- শিহাব উদ্দিন, কার্যকরী সদস্য- মিনহাজ আহমদ ও দিদারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ মানই মিয়া, খছরু মিয়া, আবু তালেব, জুনাব আলী, লায়েছ আহমদ, আব্দুল হামিদ, মখলিছুর রহমান, শওকত আহমদ, শফিক আহমদ, জাহেদ আহমদ, সাহাব উদ্দিন ও নছিব আলী প্রমুখ।
প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (প্রকস)-এর সভাপতি আল আমিন হক ময়নুল জানান, আমি ব্যক্তিগতভাবে যাদের প্রতিবন্ধী ভাতা হয়নি তা করে দেয়া, যাদের বেতন স্কুল ও কলেজ মাফ করেনি সেই প্রতিষ্ঠানে গিয়ে মাফ করানোর ব্যবস্থা করা, যাদের হুইল চেয়ার নাই তাদের হুইল চেয়ারের ব্যবস্থা করা ও যাদের প্রতিবন্ধী কার্ড নেই সেটার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
তিনি আরও জানান, ২০০৫ সালে জকিগঞ্জের সকল পাড়া মহল্লায় প্রতিবন্ধী মানুষ বের করে যেভাবে কাজ শুরু করেছিলাম। ঠিক সেভাবেই আমি এখন থেকে পুনরায় কাজ শুরু করবো।
Leave a Reply