জকিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন।
বুধবার (১লা জুন) বিকাল ৫ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের পশ্চিম জামডহর গ্রামের চৌধুরী বাড়িতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তা বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সিনিয়র সদস্য রোমান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য আব্দুস ছামাদ চৌধুরীর পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শরীফ মোহাম্মদ হুসেইন চৌধুরী তারেক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, জকিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক ও বীরশ্রী ইউনিয়ন বিট অফিসার মোঃ নুরজামাল, উপ-পুলিশ পরিদর্শক সুশান্ত রায়, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক চৌধুরী মানিক মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশনের রুহেল আহমদ চৌধুরী, আবুল আহমদ চৌধুরী, কামিল আহমদ চৌধুরী, ফরহাদ আহমদ চৌধুরী, তৌহিদ আহমদ চৌধুরী, হাসান আহমদ চৌধুরী ও মাহি আহমদ চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন পশ্চিম জামডহর চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রব।
পরে অতিথিবৃন্দ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন।
Leave a Reply