1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ফাহিম চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ফ্রি চক্ষুসেবা কার্যক্রম উদ্বোধন জকিগঞ্জের আইন-শৃঙ্খলা উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নিন জকিগঞ্জী চাচার খোলা চিঠি নিজ এলাকাবাসীর সাথে মতবিনিময় করলেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জাকির হোসাইন সাংবাদিক তুহিন হত্যায় জকিগঞ্জ প্রেসক্লাবের নিন্দা ও বিচার দাবি জকিগঞ্জে একদিনের ব্যবধানে দু’জনের আত্মহত্যা! জকিগঞ্জে গণিপুরী হুজুরের ছেলে মাওলানা নুরুল হক চৌধুরী’র ইন্তেকাল: সোমবার জানাজা সিলেট নোমানীয়া লাইব্রেরীর স্বত্বাধিকারী হাফিজ নোমান আহমদ-এর ইন্তেকাল: দাফন সম্পন্ন হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা আলহাজ্ব চেরাগ আলী হার্ট ফাউন্ডেশনে ভর্তি জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদার অসুস্থ : দোয়া কামনা

জকিগঞ্জে ফাহিম চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ফ্রি চক্ষুসেবা কার্যক্রম উদ্বোধন

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

আলোকিত দৃষ্টি, মানবিক বন্ধ-চোখের আলো ফিরিয়ে দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন-প্রতিপাদ্যকে সামনে রেখে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটে মাসব্যাপী ফ্রি চক্ষু সেবার উদ্বোধনী করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এটিএম সেলিম চৌধুরী’র সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। ভার্চুয়ালি বক্তব্য দেন ফাহিম আল চৌধুরী ট্রাস্ট এর চেয়ারম্যান শিক্ষানুরাগী ও সমাজসেবী ফাহিম আল চৌধুরী।
প্রধান অতিথি ডা. ডোনার তার বক্তব্যে বলেন, ২৬ বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। দেশের যেখানে দুর্ভোগ, সমস্যা সেখানে ফাউন্ডেশন। ২৬ বছর ধরে আমরা কাজ করছি। আগামীতে কলেজ পর্যায়ে বৃত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। সিলেটসহ সারাদেশে ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, বৃত্তি ও দুযোগে পড়া জনগোষ্টির জন্য কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ড্যাব মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডা. পারভেজ, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, অধ্যাপক ডা. ইকবাল, অধ্যাপক ডা. জসিম উদ্দিন, কানাইঘাট বিএনপি নেতা আশিক চৌধুরী, ডা. শাকিল আহমদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শাহাব উদ্দিন ও সাবেক ছাত্রনেতা আলতাফ হোসেন সাকিব প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ. জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের সচিব ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন ও জকিগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি রহমত আলী হেলালীসহ সিলেট জেলা, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিপূল সংখ্যক নেতাকর্মী।
বিনামূল্যে এই চক্ষু সেবা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রথমধাপে সেবা প্রদানের পর পরবর্তীতে আবার একই সময়ের মধ্যে রোগীদের ফলোআপ গ্রহন করা হবে। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে আড়াই হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং প্রায় দুই শতাধিক রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। আগামি শনিবার উপজেলার বাবুবাজারের জোবেদ আলী উচ্চ বিদ্যালয়, বুধবার বীরদল উচ্চ বিদ্যালয়, ২৩ আগষ্ট হাফিজ মজুমদার বিদ্যা নিকেতন, ৩০ আগষ্ট কানাইঘাটের শাহজালাল ছাত্তারিয়া মাদ্রাসা, ৬ সেপ্টেম্বর মুলাগুল উচ্চা বিদ্যালয়, ৮ সেপ্টেম্বর চতুল হারাতৈল মহিলা মাদ্রাসা ও ১৩ সেপ্টেম্বর জকিকগঞ্জের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যায়ে ফ্রি চক্ষুসেবা অনুষ্ঠিত হবে।
এদিকে উদ্বোধনী দিনে সরেজমিন ঘুরে দেখা যায়, একাধিক লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করছেন চোখের সমস্যায় থাকা রোগীরা। কারো বয়স আশি, কারো বা চল্লিশ। নারী ও পুরুষ প্রায় আড়াই হাজার রোগী বৃহস্পতিবার জড়ো হন জকিগঞ্জের পরচকে অবস্থিত মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে। ১২টি বুথে তাদের রেজিস্ট্রেশনের পর চিকিৎসা সেবা দেন একদল চিকিৎসক। বিপুল সংখ্যক রোগীদের এমন সেবার উদ্যোগ নেয় জিয়াউর রহামন ফাউন্ডেশন ও ফাহিম আল চৌধুরী ট্রাস্টের প্রশংসা করেছেন এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট