জকিগঞ্জে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করেছে বীরশ্রী সমাজকল্যাণ সংস্থা। বুধবার (১৬ জুন) দুপুরে স্থানীয় বীরশ্রী ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি জাফরান আহমদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলেমান আহমদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী সংগঠক, সমাজসেবক জাহেদ আহমদ ফারহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার, সোনাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম, কাজী খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন, বরকতপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান, বিশিষ্ট সাংবাদিক এনামুল হক মুন্না, সিলেট পূর্ব জেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু ছায়িদ আশিক, সংস্থার উপদেষ্টা কয়েছ আহমদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি ময়নুল হক, সামছুল ইসলাম চুনু, বীরশ্রী সমাজকল্যাণ সংস্থার রুবেল আহমদ, মারুফ আহমদ, অলিদুর রহমান, নাজিম আহমদ, জাহেদ আহমদ রিজাল, শহীদ আহমদ ও আবিদ আল হাসান।
বক্তারা শিক্ষার্থীদের পড়া লেখার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলী অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তাদের বক্তব্যে উঠে আসে দেশ ও জাতির কল্যাণে তরুণ প্রজন্মের ভূমিকার বিষয়টি। শিক্ষা, দেশপ্রেম এবং মূল্যবোধের সমন্বয়ে একটি উন্নত সমাজ গড়ার স্বপ্ন এই আলোচনার মূল বিষয়বস্তু ছিল।
বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীরা হচ্ছেন দেশের ভবিষ্যৎ। এই সম্মাননা শুধু তাদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতে আরও ভালো করার জন্য একটি উৎসাহ। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। তাদের অনেকেই জানান, এই ধরনের আয়োজন তাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই সম্মাননা তাদের শিক্ষাজীবনে আরও মনোযোগ দিতে এবং লক্ষ্য অর্জনে অবিচল থাকতে অনুপ্রাণিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সকল বক্তারা বীরশ্রী সমাজকল্যাণ সংস্থার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে বিপুলসংখ্যক কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
Leave a Reply