বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) জকিগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২০ জুলাই) জকিগঞ্জ গার্লস হাই স্কুল মিলনায়তনে আয়োজিত এক শিক্ষক সমাবেশে এ কমিটি গঠন করা হয়। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে গঠিত ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদকে সভাপতি এবং গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জকিগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবেশিকফোর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্মসচিব প্রভাষক রফিকুল ইসলাম সোহেল, উইমেন্স মডেল কলেজ সিলেটের অধ্যক্ষ আবুল ওয়াদুদ তাপাদার, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন, হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মনোয়ার হোসেন, গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আকিকুল ইসলাম ও সুহেল রানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক দিলাল আহমদ, সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন, মোঃ সোহেল রানা, মোহাম্মদ আল আমিন, ফরহাদ হোসেন ও বিষ্ণু মণ্ডলসহ অনেকে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে বিদ্যমান পাহাড়সম বৈষম্য দূর না করলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন। তিনি জাতীয় শিক্ষানীতির আলোকে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষক-কর্মচারীর একত্রিত প্রয়াস এবং ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। সভা থেকে আগামী ১৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য শিক্ষক মহাসমাবেশে সর্বাত্মক অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply