জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৮নং ওয়ার্ডের অন্তর্গত ডেমারগ্রামের বাসিন্দা ও স্থানীয় সড়কের বাজারের ব্যবসায়ী মোঃ মোস্তফা উদ্দিন (৪৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২ মার্চ) রাত ৮টা ১৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট নগরীর উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বাবা, ভাই-বোন, স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী রেখে যান।
জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুম্মা (বিকাল ২ ঘটিকায়) ডেমারগ্রাম ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মরহুমের চাচাতো ভাই মোঃ আশরাফুল আম্বিয়া।
মরহুমের অপর চাচাতো ভাই জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আতিকুল আলম বলেন, গত সাপ্তাহে খাওয়ার সময় পাখির কাঁটা বুকে লেগে যায়। কোন ভাবেই কাঁটা না সরায় তাকে ৫/৬ দিন আগে সিলেট নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। গতকাল বুধবার তিনি অনেকটা সুস্থ হয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিলে তিনি বিকেলের দিকে বাড়িতে যেতে লাগলে পূনরায় অসুস্থতা বোধ করলে তাকে রাতে সিলেট নগরীর উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। আজ বিকেলেও তিনি ভালো ভাবে কথা বলছিলেন। কিন্তু সন্ধ্যার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি রাত ৮টা পনেরো মিনিটের দিকে ইন্তেকাল করেন।
এদিকে মোস্তফা উদ্দিনের এমন হঠাৎ মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে আসেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী সহ বিপূল সংখ্যক বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
Leave a Reply