জকিগঞ্জে থেকে এবারের বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত ৩ জন ক্যাডার, বিশ্বজয়ী হাফিজ আবু তালহা ও এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জকিগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা।
বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা জকিগঞ্জের প্রবাসীদের এই সংগঠন অত্যন্ত ঝাকজমকপূর্ণভাবে এ আয়োজন করে।
শনিবার বিকাল ৩ ঘটিকায় জকিগঞ্জ শহরের সোনার বাংলা হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল আজিজ।
শিক্ষক হারুনুর রশীদ ও কবির আহমদ-এর যৌথ উপস্থাপনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন বিশ্বজয়ী হাফিজ আবু তালহা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা পরিষদ সদস্য ইফজাল আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ ও জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী।
অনুষ্ঠানে সংস্থার পক্ষে বক্তব্য রাখেন সাবেক আহবায়ক আলীম উদ্দিন ও কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ৪১তম বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত ক্যাডার স্বপন আহমদ।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব আহমদ, মহানগর আওয়ামীলীগ সদস্য আতিকুর রহমান সুহেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, নাসিম আহমদ, সাংগঠনিক সম্পাদক খুররম চৌধুরী, আব্দুস সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেন, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল করিম, পৌর শাখার সভাপতি আব্দুল গণী, সোনার বাংলা সমিতির প্রতিষ্ঠাতা জাফরুল ইসলাম, যুবলীগ নেতা নুরুল ইসলাম সুহেল, সাবেক ছাত্রনেতা মিরাজ কান্তি দাশ তপু, আহমদ আল ফয়সল, মোস্তফা উদ্দিন, প্রবাসী আব্দুল কাদির ওশিক্ষক আব্দুল মালিক চৌধুরী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সমাজিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী হাফিজ আবু তালহা, ৪১তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শুভ রায় সুমন, স্বপন আহমদ ও ফাহিমা আক্তার এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও অনুদান তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply