জকিগঞ্জ এসোসিয়েশন, সিলেট-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সিলেট নগরীর জিন্দাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল আলী আদই’র স্বপরিবারে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮ ঘটিকার সময় সিলেট নগরীর জিন্দাবাজার জল্লারপার রোডে অবস্থিত একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করে অরাজনৈতিক সেবামূলক সংগঠন “জকিগঞ্জ এসোসিয়েশন, সিলেট”।
জকিগনজ এসোসিয়েশন, সিলেট-এর সহ সভাপতি মহী উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন রাজু’র পরিচালনায় এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মোজাম্মেল আলী আদই। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন।
জকিগঞ্জ এসোসিয়েশন, সিলেট-এর সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল হকের স্বাগত বক্তব্যে সূচীত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ এসোসিয়েশন, সিলেট-এর সহ সভাপতি ফজলুল হক খান, সহ সভাপতি সমাজসেবী ও শিক্ষানুরাগী সাইফুদ্দিন খালেদ, সহ সভাপতি প্রিন্সিপাল আব্দুর রহমান সিদ্দিকী, সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল আব্দর রউফ তাপাদার, দারুল আজহার মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মনজুরে মাওলা, সমাজসেবী হারুন রশীদ, রফিকুল ইসলাম চৌধুরী, ছাত্রনেতা আহমেদ ফেরদৌস সাকের, জুনেদ আহমেদ চৌধুরী, যুবনেতা ওলী চৌধুরী, শহীদ খান, সংগঠক সৈয়দ আসলাম হোসেন, জবুর আহমেদ ও আজমল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা মোজাম্মেল আলী আদই-কে নিয়ে নানা স্মৃতিচারণ করে বলেন, সিলেট শহরে জকিগঞ্জবাসীকে একত্রিত করে রাখার অন্যতম কারিগর ছিলেন তিনি। নিজের ব্যবসা-বাণিজ্য পেছনে রেখে সব সময় তিনি সিলেট শহরে জকিগঞ্জীদের একত্রিত করে রাখাকে অগ্রাধিকার দিতেন। এমন একজন মানুষ আমাদের মাঝ থেকে এভাবে চলে যাওয়া নিঃসন্দেহে অনেক কষ্টের। তাঁরা মোজাম্মেল আলী আদই’র প্রবাস জীবন সুন্দর কাটুক সেই প্রত্যাশা করেন।
পরে উপস্থিত সকলে সংবর্ধিত অতিথি মোজাম্মেল আলী আদই-কে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন।
Leave a Reply