শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ৪ লক্ষ ৪৯ হাজার ২০০টাকা মূল্যের ৪ হাজার ৪৯২ কেজি (৯৪টি বস্তা) ভারতীয় চিনিসহ ১ জনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত চিনি বহন করা একটি ট্রাক জব্দ করা হয়েছে। গাড়ি’র রেজিঃ নং সিলেট মেট্রো-থ-১১-০১৯৫।
আজ রোববার (২০ আগস্ট) ভোর রাতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন-এর নির্দেশে ও এসআই জাহেদ হোসেন-এর নেতৃত্বে একদল পুলিশ জকিগঞ্জ পৌর এলাকার শেওলা পয়েন্টের যাত্রী ছাউনির সামন থেকে এসব চিনি ট্রাকসহ জব্দ করেন।
এ সময় চোরাচালানের সাথে জড়িত কানাইঘাট উপজেলার ৪নং সাতবাক ইউনিয়নের পীরনগর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে মকবুল হোসেন (৩৪)কে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, ভারত থেকে কানাইঘাট সীমান্ত দিয়ে চোরাই পথে এনে ওই চিনি দেশিয় কম্পানির পূরাতন চিনির বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। অবৈধভাবে আনা চিনি পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ পৌর এলাকার শেওলা রাস্তারমূখে যাত্রী ছাউনির সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে চিনি সহ ট্রাক জব্দ এবং একজনকে আটক করা হয়। উপস্থিত লোকজনের সামনে আটক মকবুল হোসেন-এর স্বীকারোক্তি অনুযায়ী চোরাকারবারের সাথে জড়িত অপর দুইজন সহ মোট তিন জনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, সিলেট রেঞ্জের মান্যবর ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম স্যার ও সিলেট জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্যারের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে জকিগঞ্জ থানা পুলিশ চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply