সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক এমপি ও সাবেক বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন কর্তৃক প্রতিষ্ঠিত আছাদ-আজিজুন ফাউন্ডেশনের অর্থায়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
জকিগঞ্জ প্রেসক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় সোমবার দিনব্যাপী জকিগঞ্জ পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহ-সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, প্রচার সম্পাদক মোর্শেদ লস্কর, দপ্তর সম্পাদক কে এম মামুন ও নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার প্রমূখ।
উপজেলার বিভিন্ন স্থানে এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ সাবেক এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন-এর এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে ত্রাণ সহযোগিতা প্রদান করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাশাপাশি এমন একটি মানবিক কাজে জকিগঞ্জ প্রেসক্লাবকে অংশীদার করায় আমরা সত্যিই আনন্দিত। আমরা তাঁর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাই।
অপরদিকে ত্রাণ বিতরণ প্রসঙ্গে সাবেক এমপি সেলিম উদ্দিন বলেন, আছাদ-আজিজুন ফাউন্ডেশন হচ্ছে আমাদের পারিবারিক একটি সংগঠন। এই ফাউন্ডেশন থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক মানুষকে সহায়তা করা হচ্ছে। লন্ডন থাকলেও বন্যার্ত সর্বস্থরের মানুষের কল্যাণে আমার সর্বাত্মক সহযোগিতা আছে এবং থাকবে।
Leave a Reply