বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টায় জকিগঞ্জ উপজেলার মূলীকান্দি শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রমে এ সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে সাবেক মেম্বার রনজিত বিশ্বাসকে সভাপতি ও সীতেন্দ্র চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা শাখার সভাপতি ডা. বিভাকর দেশমূখ্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক মেম্বার সুমিত রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃপেশ পাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার বিশ্বাস, সহ অর্থ সম্পাদক হারাধন দেব প্রবাল।
জকিগঞ্জ উপজেলা শাখার পক্ষে বক্তব্য রাখেন- সনাতন রায়, সজল কুমার সিংহ, অমিত সরকার, রনজয় বিশ্বাস, বিকাশ চন্দ, ইউপি শাখার ডা. ভুষন বিশ্বাস, রাতুল বিশ্বাস, সুশীল রায়, নয়ন দাস, রাইমোহন বিশ্বাস, রঞ্জন বিশ্বাস, উজ্জ্বল রায়, ছাত্র যুব ঐক্য ভুলন দেব পার্থ প্রমূখ।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস। পরে বিষয় নির্ধারনী কমিটির নেতৃবৃন্দের সর্ব সস্মতি ত্রুমে সাবেক মেম্বার রনজিত বিশ্বাস সভাপতি ও সীতেন্দ্র চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরবর্তীতে বাকি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এদিকে নব নির্বাচিত জকিগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক মেম্বার রনজিত বিশ্বাস ও সাধারণ সম্পাদক সীতেন্দ্র চন্দ্র দাস এক প্রেসবিজ্ঞপ্তিতে জেলা উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সহ সকল সংখ্যালঘুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
Leave a Reply