জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার প্রবাসীদের সংগঠন “প্রবাসী ঐক্য ফোরাম” পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করবে আগামীকাল ১১ মার্চ মঙ্গলবার।
বিষয়টি নিশ্চিত করেছেন ফোরামের সিনিয়র সহ সভাপতি রায়হান আহমদ রাসেল কামালী।
তিনি জানান, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ফোরামের পক্ষ থেকে এলাকার গরীব, অসহায় ও দারিদ্র মানুষের মধ্যে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
এতে থাকবে গরুর গোস্ত, তৈল, চানা, পেয়াজ, খাজুর, আলু ও ময়দাসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
তিনি আরও জানান, নির্ধারিত তালিকাভুক্ত ব্যক্তিবর্গ ছাড়া অন্য কাউকে এই উপহার প্রদান করা হবেনা।
আগামীকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় স্থানীয় চৌধুরী বাজারস্থ ফোরাম কার্যালয়ে নির্ধারিত তালিকাভুক্ত ব্যক্তিবর্গের বাড়ি বাড়ি এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।
Leave a Reply