প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন জকিগঞ্জের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা অলিউর রহমান চৌধুরী। তিনি মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুরে গণভবনে প্রবাসী যুবলীগ নেতা হিসাবে প্রধানমন্ত্রী’র সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এ সময় তিনি দল ও মানুষের জন্য কাজ করতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দোয়া নেন।
এসময় অলিউর রহমান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্যে গিয়ে কয়েক মিনিট সময় তার সাথে কুশল বিনিময় করেন।
প্রধানমনন্ত্রীকে অলিউর রহমান জানান, তিনি ও তার ছোট ভাই মিজানুর রহমান চৌধুরী যুক্তরাষ্ট্রে যুবলীগের রাজনীতির সাথে জড়িত। দেশে থাকাবস্থায়ও দুই ভাই ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
অলিউর রহমান চৌধুরী প্রধানমন্ত্রীকে জানান, তিনি যখনই যুক্তরাষ্ট্র সফরে যান তখন তারা সকল কর্মসূচিতে অংশ নিয়ে অনুষ্ঠান সফলের চেষ্টা করেন। যুবলীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি সরকার ও দেশ বিরোধী শক্তিকে মোকাবেলা করতে যুক্তরাষ্ট্রে তারা প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবেও কাজ করছেন বলে অবগত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলিউর রহমান চৌধুরীর কথা শুনে প্রশংসা করেন এবং আগামীতে দল ও মানুষের জন্য কাজ করে যেতে উৎসাহ দেন।
জানা যায়, অলিউর রহমান চৌধুরী জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মরহুম হাবিবুর রহমান চৌধুরীর ছেলে। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যানে কাজ করার লক্ষ্যে মরহুম বাবার নামে তার পরিবার ‘হাবিবুর রহমান চৌধুরী ফাউন্ডেশন’ করেছেন।
অলিউর রহমানের বাবা হাবিবুর রহমান চৌধুরী জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। অলিউর রহমান চৌধুরী’র ছোট ভাই মিজানুর রহমান চৌধুরী সিলেট জেলা যুবলীগের সদস্য এবং যুক্তরাষ্ট্রেও যুবলীগের রাজনীতির সাথে সক্রিয় রয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের সাথে সাক্ষাৎকালে বলেন, স্বাধীনতা সংগ্রামসহ বিশ্বের জনমত সৃষ্টিতে প্রবাসীরা সবসময় অবদান রেখেছে। এখন রেমিটেন্স পাঠিয়ে দেশের অথনীতিকে সচল রেখেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের দেশের পাশে থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের পাশাপাশি প্রবাসীরা দেশের কল্যাণে কাজ করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাশে থাকায় প্রধানমন্ত্রী প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ জানান।
Leave a Reply