1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বাড়ছে চুরি ও ডাকাতি: পুলিশ-জনতার সম্মিলিত প্রতিরোধ দরকার প্রবাসীদের সুখ হচ্ছে পরিবার-পরিজন ও দেশের মানুষের মুখে হাসি ফুটানো–ইকবাল আহমদ তাপাদার জকিগঞ্জে জামায়াতের প্রার্থী আনওয়ার হোসেন খাঁনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জকিগঞ্জে মোবাইলে জুয়া খেলার অপরাধে ছয় যুবকের কারাদণ্ড জকিগঞ্জে প্রবাসী ঐক্য ফোরাম, চৌধুরী বাজার-এর আহবায়ক কমিটি গঠন ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক ছাত্র আকতারুজ্জামানের আমেরিকা যাত্রা উপলক্ষে সংবর্ধনা চারটি কেন্দ্রে এবার অনুষ্ঠিত হচ্ছে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা নির্বাচনে গণবিজ্ঞপ্তি প্রকাশ জকিগঞ্জে খতমে নাবুওয়াত সংরক্ষণ কমিটির কাউন্সিল নিজকে একটু একটু করে উন্নত করাই হলো জীবনের আসল বিজয় –ফাহিম আল্ চৌধুরী

প্রবাসীদের সুখ হচ্ছে পরিবার-পরিজন ও দেশের মানুষের মুখে হাসি ফুটানো–ইকবাল আহমদ তাপাদার

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

প্রবাসীদের সুখ হচ্ছে পরিবার-পরিজন ও দেশের মা
জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা ইকবাল আহমদ তাপাদার বলেছেন, প্রবাসীদের সুখ হচ্ছে, মাস শেষে যখন হাতে বেতন আসে এবং তা পরিবার-পরিজন ও দেশের মানুষের কাছে পাঠায়। তাঁরা যখন শোনেন তাদের টাকায় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও দেশের মানুষের মুখে হাসি ফুটেছে তখনই তাঁরা আনন্দ পান। প্রবাস মানে নিঃসঙ্গতা, প্রবাস মানে দুঃখ-কষ্টের সঙ্গী, প্রবাস মানে নিজে রান্না করে খাওয়া, প্রবাস মানে ৪০-৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে যাওয়া। প্রবাস মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও চোখ বুঝে সহ্য করা। প্রবাস মানে দীর্ঘ নিঃশ্বাস। তবুও দেশের মানুষ ভালো আছে শোনলে ওরা ভালো থাকে এবং সুখ পায়।
তিনি আরও বলেন-জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ প্রবাসীদের সংগঠন। প্রবাসের কষ্টের টাকা নিজ এলাকার অসহায়, দারিদ্র ও অসচ্ছল মানুষের কল্যাণে দান করাই এ সংগঠনের কাজ। দীর্ঘ দশ বছর থেকে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে সংগঠনটি জকিগঞ্জবাসীর কল্যাণে কাজ করে আসছে। আমি এই সংগঠনের উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করি।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে স্থানীয় জকিগঞ্জ বাজারে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিষদের সহ সভাপতি আলি আহসানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মিজান রাজের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা শহিদুল ইসলাম রাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর খলাছড়া সমাজসেবা পরিষদের কোষাধ্যক্ষ মুনিম আহমদ, পরিষদের উপদেষ্টা সুলাইমান আহমদ ও মনোরঞ্জন মনি।
বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু, সাংগঠনিক সম্পাদক সুবোধ বিশ্বাস, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ মিছবাহ, সহ সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ রুবেল, প্রচার সম্পাদক মিজান রাজ, দপ্তর সম্পাদক মইন উদ্দিন মনই, প্রবাসী কল্যাণ সম্পাদক অজয় রায় ও সাবেক দপ্তর সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মরহুম ইকবাল তালুকদার, সাবেক সহসভাপতি মরহুম এন আই সুজন ও সাবেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিষয়ক সম্পাদক বাবু সুশিল বিশ্বাসকে স্মরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট