সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ বলেছেন, প্রবাসীরা সর্বদা দেশ ও জনগণের পক্ষে কাজ করে যাচ্ছেন। দেশের যে কোন ক্লান্তিলগ্নে কিংবা দুর্যোগপূর্ণ সময়ে প্রবাসীরা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে জনগণের পক্ষে মাঠে নামেন। দুবাই ভিত্তিক প্রবাসী সংগঠন সিলেট উন্নয়ন পরিষদ অতিতের মতো আজ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাঁশে দাঁড়িয়ে তা প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি এই পরিষদের উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সংগঠনের সাথে জড়িত সবাইকে মানবিক এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
মঙ্গলবার (৩১ মে) জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ-এর ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ-এর প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী সিআইপি, সিনিয়র উপদেষ্টা হারুন রশীদ, পরিষদের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য তুতিউর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম. আজমল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করীম, সিলেট জেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম সুহেল, উপজেলা যুবলীগ নেতা অনু আহমদ ও আব্দুল কাইয়ুম প্রমূখ।
পরিষদের নেতৃবৃন্দ জানান, সিলেট বিভাগে বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন উপজেলায় আমরা ত্রাণ সহযোগীতা প্রদান করছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা জকিগঞ্জ উপজেলার থানাবাজার, গণিপুর-কামালগঞ্জ ও পল্লীশ্রী এলাকায় ৬ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে ত্রাণ সহযোগীতা প্রদান করেছি।
Leave a Reply