জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ১নং ওয়ার্ডের অন্তর্গত রায়গ্রামের বাসিন্দা ও বর্তমানে ফ্রান্স প্রবাসী মামুনুর রশীদ মিজেল গত ১৭ দিন থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ মামুনুর রশীদ মিজেল-এর পরিবার চরম দুঃশ্চিন্তায় রয়েছেন।
জানা যায়, মামুনুর রশীদ মিজেল বেশ কয়েকদিন থেকে প্যারিসের ক্যাথসীমা এলাকায় বসবাস করতেন।
গত ১১ই জুন রাতে তিনি কাজের জন্য বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেননি।
বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ মামুনুর রশীদ মিজেল-এর ফুফাতো ভাই আনোয়ার কামাল চৌধুরী।
তিনি বলেন, কোন সুহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে +33758628494 যোগাযোগ করবেন।
Leave a Reply