জকিগঞ্জে শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের এক যুগে পদার্পন অনুষ্ঠান আগামী ১৫ই নভেম্বর, রোজ-শনিবার, সকাল ১০টা ৩০ মিনিটের সময় বারহাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওইদিন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও নগদ অর্থ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির ১ম সহ সভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট নিজাম উদ্দিন খান, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম ও জকিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র দায়িত্বশীল সাবেক কাউন্সিলর রিপন আহমদ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ১নং বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী ও সঞ্চালনা করবেন ট্রাস্টের নির্বাহী সদস্য ছদিওল হোসাইন আহমদ।
উক্ত অনুষ্ঠানে সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ট্রাস্টের সচিব সাদিক আহমদ তাপাদার।
Leave a Reply