সিলেট শহরে অবস্থানরত ইসলামী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট কানাইঘাট-জকিগঞ্জের বাসিন্দাদের নিয়ে মতবিনিময় করেছে সিলেটস্থ কানাইঘাট-জকিগঞ্জ ফোরাম। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকার সময় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ দি আগ্রা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ব্যাংকার বদরুল আমীন হারুন।
সিলেট-৫ আসনের জামায়াত মনোনীত দাড়ি পাল্লা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপাধ্যক্ষ সৈয়দ মাওলানা ফয়জুল্লাহ বাহারের উদ্বোধন বক্তব্যে শুরু হওয়া এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার আমীর মোঃ ফখরুল ইসলাম।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা নিজাম উদ্দিন খান ও উপাধ্যক্ষ শামীম আহমদ-এর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট জেলা শাখার নায়বে আমীর এবং সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, জকিগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা জালাল উদ্দীন, কানাইঘাট উপজেলা শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, ব্যাংকার ফয়সাল আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, অধ্যক্ষ মাওলানা বদরুল হোসাইন, এডভোকেট মাসহুদ আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল মওলা, ছরওয়ার হোসাইন ও ছাত্রনেতা আবু আইয়ুব মঞ্জুসহ সিলেট শহরে বসবাসরত কানাইঘাট-জকিগঞ্জের ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি মোঃ ফখরুল ইসলাম বলেন- আমাদের সবাইকে জান ও মাল দিয়ে ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। জুলাই আন্দোলনের সাথে যারা গাদ্দারী করছে তারা যেন ক্ষমতায় যেতে না পারে, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। নিজ নিজ এলাকার দায়িত্বশীলদের সাথে সমন্বয় করে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করার জন্য তিনি আহবান জানান। গ্রুপভিত্তিক কাজের মাধ্যমে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বার্তা কানাইঘাট-জকিগঞ্জের প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে।
সভায় প্রধানবক্তার বক্তব্যে মাওলানা হাফিজ আনওয়ার হোসাইন খান বলেন- এখন আর আপনাদেরকে শহরে দেখতে চাইনা, পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যেতে হবে। সবাই একসাথে মিলেমিশে মানবিক ও কল্যাণমূলক এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের জন্য ব্যাপক কাজ করার করতে হবে।
Leave a Reply