পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে সিলেট বিভাগীয় নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকাল ২ ঘটিকার সময় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর সাহিত্য আসর কক্ষে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা বাস্তবায়ন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা বাস্তবায়ন পরিষদ-এর আহবায়ক রুম্মান আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ও সচিব মো.মামুনুর রশিদ-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও শিক্ষাবীদ কালাম আজাদ।
সৈয়দ জাকারিয়ার তেলাওয়াত ও নাশিদ সিরিজ শিল্পী তুফায়েল আহমদ সোহেবের নাতে রাসূল (সা.)-এর মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড.জিয়াউর রহমান, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, বিশিষ্ট সুরকার ও গীতিকার কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, বিশিষ্ট উপস্থাপক মীম সুফিয়ান, বালিজুরী দরবার শরীফের বর্তমান পীর সৈয়দ রেদ্বোয়ানুল ইসলাম হুসাইনী, কাতিব মিডিয়া’র চেয়ারম্যান এনাম বিন সিদ্দিক ও নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক আলী ফজল কাওসার।
বক্তব্য রাখেন ইসলামি সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র পরিচালক আব্দুল ওয়াদুদ ময়নুল, নির্বাহী পরিচালক শামসুল হাসনাত, উপস্থাপক মোহাম্মদ আল হাফেজ, শিল্পী মুস্তফা আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিল্পী মাহফুজুর রাহমান মারুফ, শামসুল হাসনাত, মিফতাহুল ইসলাম, জাহিদ রাহি, মারজান তালহা, মামুনুর রাহমান, ক্বিরা’আতুল কুরআন পরিষদের নির্বাহী সদস্য জামাল উদ্দিন, তোফায়েল আহমেদ ইমন, রাকিব, মুরাদ, জুনাইদ, আবির, ফরহাদ ও আমিনুর প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে নগদ অর্থ, সনদপত্র ও মেডেল প্রদান করা হয়। পরে প্রত্যেক বিজয়ী নাতে রাসূল (সা.) পরিবেশন করে অনুষ্ঠানকে আরও মুখরিত করেন। সবার সম্মিলিত নাত ও ড. জিয়াউর রাহমান-এর দু’আর মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
Leave a Reply