জকিগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আবু বক্কর মনা (২৭) নামে ১ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) বিকাল পৌনে ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের অন্তর্গত বলরামের চকগ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোঃ আবু বক্কর মনা সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত জালালাবাদ থানাধীন আখালিয়া এলাকার উত্তরপড়া গ্রামের সুন্দর আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন-এর নির্দেশে জকিগঞ্জ থানার এসআই মোহন রায়ের নেতৃত্বে এএসআই রাজু আহমেদ ও এএসআই লব কুমার সাহা সহ একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
ইয়াবা উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় জকিগঞ্জ থানায় আটক মোঃ আবু বক্কর মনা’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
Leave a Reply