জকিগঞ্জের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সামাজ উন্নয়ন মুলক স্বেচ্ছাসেবী সংগঠন জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন-এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান যুক্তরাষ্ট্রে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার (১৮ অক্টোবর) এক আলোচনা সভা নিউইয়র্কের জ্যামাইকাস্থ মতিন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত এসোসিয়েশনের সদস্যদের মত নিউইয়র্কে বসবাসরত প্রবাসী নির্ভর এ সংগঠনের সদস্যদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়েছ আহমদ মিনুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনক্-এর সভাপতি আবিদুর রহমান।
শুভাকাঙ্খী হাফিজ আব্দুর রাজ্জাকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনক্-এর উপদেষ্টা কামাল আহমদ, সহ সভাপতি মোঃ আব্দুর রহিম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জালালাবাদ এসোসিয়েশন অব কাতারের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট সংগঠক ও কমিউনিটি ব্যক্তিত্ব শাহিন আহমদ প্রমূখ।
বক্তারা সংগঠনের অব্যাহত কার্যক্রমের ভূয়সী প্রশংসার পাশাপাশি সহমত পোষণ করেন। এ উদ্যোগের জন্য সকল সদস্যদের ধন্যবাদ জানান। প্রধান অতিথি আবিদুর রহমান তার বক্তব্যে জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনক্-এর পক্ষ থেকে জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সকল কার্যক্রমের সাথে একাত্মতা পোষন করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসরত জকিগঞ্জের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য, শুভাকাঙ্খীসহ অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন-এর সিনিয়র সদস্য জাফরান আহমদ, সহ-পরিবার কল্যাণ সম্পাদক আব্দুল হাসিব শিবলু, সহ স্বাস্থ্য সম্পাদক রুহুল আমিন রাজন, সদস্য জাফরুল ইসলাম চৌধুরী, শুভাকাঙ্খী জাফরান আহমদ, রুবেল আহমদ চৌধুরী, ইমরান আহমদ, জুবেল আহমদ চৌধুরী ও ইমরান হোসেন প্রমুখ।
Leave a Reply