জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ এলাকার প্রবাসীদের নিয়ে ‘রতনগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’ নামে প্রবাসী একটি সংগঠন গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি।
নব গঠিত কমিটির আহবায়ক হলেন সালমান আহমদ চৌধুরী (সুলেমান) ও সদস্য সচিব হলেন লুবায়েব আহমদ চৌধুরী।
এছাড়া যুগ্ম আহবায়ক হলেন মনসুরপুর গ্রামের রিফাত আহমদ চৌধুরী, আবু তাহের চৌধুরী, এওলাসার গ্রামের আব্দুল জব্বার চৌধুরী (রুবেল), শামসুল হক খাঁন, পলাশপুর গ্রামের সারওয়ার আহমদ চৌধুরী (জীবন), বাবুল আহমদ চৌধুরী, ফুলতলী গ্রামের আবিদ রাজা চৌধুরী, ইমরান আহমেদ চৌধুরী (মারুফ), নান্দিশ্রী গ্রামের সুলতান আহমদ চৌধুরী, ছাদিক আহমদ, নিলাম্বরপুর গ্রামের রুহেল আহমদ মুন্না, সাহান আলম সানি, কাজলসার গ্রামের সাওন আহমদ চৌধুরী ও গোলাম মাওলা চৌধুরী (তুহেল)।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন- লিটন আহমদ চৌধুরী, মিনহাজ আহমেদ চৌধুরী, ফাহিম আহমেদ চৌধুরী, মিসবাহ আহমদ, হাবিবুর রহমান জিয়া, মাসুদ আহমেদ চৌধুরী, মাজেদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম ও ইমন আহমেদ চৌধুরী।
অপরদিকে কমিটির কার্যক্রম দেখাশুনার জন্য ১৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন-
ওয়েস আহমদ চৌধুরী, সুলাইমান আহমদ, লিয়াকত হুসেইন চৌধুরী, ফয়সাল আহমেদ চৌধুরী, ইকবাল আহমেদ চৌধুরী, হাসনুর আলম চৌধুরী, সিবরুল হাসান চৌধুরী, শিমুল আহমদ চৌধুরী, সায়েম আহমদ লিটন, আব্দুল খালিক, মুহিন চৌধুরী ও হালিম তালুকদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকার প্রবীনদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ মাস পর্যন্ত এ কমিটির মেয়াদ থাকবে। এই সময়ের ভিতরে কমিটির দায়িত্বশীল ও সদস্যরা একটি সুন্দর কমিটি গঠন, গ্রাম অনুযায়ী সকল প্রবাসীদের তালিকা তৈরি, কমিটির গঠনতন্ত্র প্রণয়ন ও বাৎসরিক বাজেট তৈরী সহ গ্রুপের সিনিয়র জুনিয়র মূল্যায়ন সহ সকল বিষয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিবেন।
Leave a Reply