সিলেটের ওসমানীনগরে এক ভূয়া সাংবাদিককে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোয়ালাবাজার থেকে তাকে আটক করা হয়।
আটক কাওসার আহমেদ (৩০) সে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের হাসান আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিন গোয়ালাবাজারস্থ এম রুবেল এন্টার প্রাইজ নামক ভাঙ্গারীর দোকানে একটি ক্যামেরা নিয়ে প্রবেশ করে দোকান এর ভিতরে ভিডিও ধারণ করে এবং নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। তখন দোকানের মালিক এইচ রুবেলসহ উপস্থিত লোকজন তার পরিচয়পত্র দেখাতে চাইলে সে কোন পরিচয়পত্র প্রদর্শন করতে পারেনি। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
রবিবার সকালে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাঈন উদ্দিন জানিয়েছেন।
Leave a Reply