পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে এলাকার গরীব ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জকিগঞ্জের রতনগঞ্জ এলাকার প্রবাসীদের সংগঠন ‘বৃহত্তর রতনগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ’।
সোমবার (১৭ এপ্রিল) বিকাল ২ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রতনগঞ্জ বাজারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় ফুলতলী, সিরাজপুর, এওলাসার, মনসুরপুর, নান্দিশ্রী, কাজলসার, গোটারগ্রাম, পলাশপুর ও নীলাম্বরপুর সহ আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক অসচ্ছল পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, পেয়াজ, লবন, তৈল, আলু, মোরগ, দুধ, চিনি, সেমাই ও ময়দা।
এ উপলক্ষে রতনগঞ্জ বাজারস্থ রাজা মার্কেট প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রতনগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ-এর বাংলাদেশের প্রধান ব্যবস্থাপনা পরিচালক মোঃ এনায়েত হোসেন চৌধুরী।
যুবনেতা সামাদুর রেজা চৌধুরী ও ছাত্রনেতা আজহার চৌধুরী’র যৌথ উপস্থাপনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সাকিব আহমদ।
জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী’র শুভেচ্ছা বক্তব্যে সুচিত এ সভায় বক্তব্য রাখেন ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ-এর সাবেক চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী, রতনগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সেক্রেটারি সমাজসেবী আলহাজ্ব চেরাগ আলী, সাবেক ইউপি সদস্য হারুনুর রশিদ, সমাজসেবী আব্দুল বাছিত চৌধুরী, ব্যবসায়ী জাহেদুল ইসলাম চৌধুরী বকুল, সংগঠক তাজুল ইসলাম চৌধুরী, ইমদাদুল হক চৌধুরী ইকবাল, ছাত্রনেতা বাহার উদ্দিন চৌধুরী ও ছাত্রনেতা শাহান আহমদ চৌধুরী প্রমূখ।
Leave a Reply