জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ ও গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, বুধবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন-এর নেতৃত্বে একদল পুলিশ জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর রায়গ্রাম এলাকায় অভিযান চালায়।
এসময় গ্রামের মুছলিম আহমদ (৪৩) এর বাড়ির বসতঘর থেকে ৩৮ বোতল অফিসার চয়েস, প্রেস্টিজ ব্রান্ডের হুইস্কি ও স্কচটেপে মোড়ানো ৬০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। এছাড়া গাঁজা মাপার দাঁড়ি পাল্লা ও বাটখারা, মদ ও গাঁজা বিক্রির ২১০০ টাকা জব্দ করা হয়।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, আটক আসামীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
ওসি মাদক ও জুয়া সহ সব ধরণের অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে বলে হুশিয়ারী প্রদান করেন। এ ক্ষেত্রে তিনি জকিগঞ্জবাসীর সহযোগীতা কামনা করেন।
Leave a Reply