সিলেটের জকিগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন-এর দিকনির্দেশনায় এ অভিযানে নেতৃত্ব দেন এসআই শামসুল হক সুমন।
আটক আবু সুফিয়ান খোকন (৪৩) জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত সরফ আলীর ছেলে।
পুলিশ জানায়, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার এসআই শামসুল হক সুমন জানান,এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply