1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের একটি ভবনে আগুন: ১৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি জকিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সমন্বয় সভা জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু’র মৃত্যু জকিগঞ্জে বারাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী জকিগঞ্জের ফুলতলীতে ঈসালে সওয়াব মাহফিল আগামীকাল: প্রস্তুত বালাই হাওর জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ দু’জন আটক জকিগঞ্জের নিজ জন্মভুমিতে সংবর্ধিত হলেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার সায়েফ উদ্দিন খালেদ সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে—কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী জকিগঞ্জের জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কে চাকুরী সুযোগ

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বজায় থাকবে সম্প্রীতির বাংলাদেশ- মস্তাক আহমদ পলাশ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৭২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট জেলা পরিষদ-এর প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মস্তাক আহমদ পলাশ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই বাংলাদেশে শান্তি-সৌহার্দ্য-সম্প্রীতি বজায় থাকবে। যদি সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে তাহলে অতিতের মতো আবারও নির্যাতন-নিপীড়ন, হত্যা ও লুটপাটের রাজত্ব সৃষ্টি করবে।
সোমবার (২৩ অক্টোবর ) দুপুরে কানাইঘাট পৌর এলাকার নিজ চাউরা দক্ষিণ পূজা মন্ডপে লাবণ্য সিতি ফাউন্ডেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সারা দেশে উৎসব, পার্বণ নির্বিঘ্ন ও নিরাপদ হবে। আর এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে লাবণ্য সিতি ফাউন্ডেশনের আজকের এই অনুষ্ঠান। আজকের এ অনুষ্ঠানে যেভাবে হিজাব পরা মা-বোনেরা আছেন, ঠিক তেমনি তিলক কাটা মা-বোনেরা রয়েছেন। দেখে মনে হচ্ছে এ যেন হিন্দু মুসলমানদের মিলনমেলা। এমন একটি মহৎ আয়োজনের জন্য লাবণ্য সিতি ফাউন্ডেশনের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
কানাইঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি দূর্গা কুমার দাসের সভাপতিত্বে এবং কলামিস্ট মাস্টার মিলন কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন। লাবণ্য-সিতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্রশিল্পী ভানুলাল দাস এবং সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিনের সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, প্রধান শিক্ষক সীতাংশু দাস, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রতাপ চন্দ্র দাস, বামজঙ্গা কালীমন্দির কমিটির সভাপতি দিলীপ কৈরী, সাধন দাস, সুবোধ দাস, শিক্ষক নেতা মাস্টার আজির উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম আফজল।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বিধান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুকান্ত চক্রবর্তী। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডাঃ শাওন দাস দিপু, সুমন দাস, পিন্টু দাস, বিশ্বজিত দাস, সন্দিপ দাস প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র কুমার দাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ১০০ জন অসহায় মানুষকে সংগঠনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট