জকিগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরে কর্মরত অফিসারদের সংগঠন জকিগঞ্জ অফিসার্স ক্লাব-এর নতুন কার্যকরী কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, সহ সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মোঃ জাকির হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, সাধারণ সম্পাদক উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) মোঃ তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, কোষাধক্ষ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ওয়াজেদ আলী, ক্রীড়া সম্পাদক জকিগঞ্জ সাব-রেজিষ্টার পারভেজ খান, সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হক, উপজেলা প্রকৌশলী মনছুরুল হক ও জকিগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স-এর ডাঃ মোঃ ওয়াসিম আকরাম।
জানা যায়, জকিগঞ্জ অফিসার্স ক্লাব ১৯৮৯ সালের ১লা আগস্ট গঠন করা হয়। পরবর্তীতে সরকারি নিবন্ধন গ্রহণ করা হয়। যার রেজিঃ নং সিল-১৯১/১৯৮৯।
Leave a Reply