জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান অজয় কুমার লস্কর-এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ২ ঘটিকার দিকে আটগ্রাম এলাকার মরিচা গ্রামের খাসিরচকে ঐতিহ্যবাহী হিন্দু পরিবারে ভয়াবহ এ ডাকাতি সংঘটিত হয়।
ইউপি সদস্য অজয় কুমার লস্কর বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ১০/১২ জনের মুখোশ পরিহিত ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে মারধর করে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৩ হাজার টাকা ও ২টি মোবাইল সেট নিয়ে যায়। ডাকাতদের মারধরে পরিবারের ৯ জন আহত হন।
আহতরা হলেন, অজয় কুমার লস্করের ভাই অলক কুমার লস্কর, বোন অর্পনা রানী লস্কর, অঞ্জনা রানী লস্কর, স্ত্রী অমিত রানী দে, চাচা অক্ষয় কুমার লস্কর, চাচী নমিতা রানী লস্কর, চাচাতো ভাই অজিত কুমার লস্কর ও ছোট ভাইয়ের স্ত্রী দিপালী রানী সেন।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা চলমান আছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
ইউপি সদস্য অজয় কুমার লস্কর জানান, আহতরা জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ডাকাতির ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
Leave a Reply