কুরআনের পাখি হাফেজদের উৎসাহিত ও অনুপ্রানিত করার লক্ষ্যে তৃতীয়বারের মত হিলফুল ফুযুল ইসলামী যুব সমাজ, লক্ষীবাজার, বীরশ্রী, জকিগঞ্জ, সিলেট-এর উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ অত্যন্ত সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৯ ঘটিকা থেকে লক্ষীবাজার ক্লাব মাঠে দিনব্যাপী পৃথক দু’টি গ্রুপে ১৫ পারা ও ৩০ পারা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৫ পারা গ্রুপে প্রথম পুরস্কার ছিল দশ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ছিল পাঁচ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ছিল তিন হাজার টাকা। ৩০ পারা গ্রুপে প্রথম পুরস্কার ছিল পনেরো হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ছিল আট হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ছিল পাঁচ হাজার টাকা। প্রতিযোগিতায় জকিগঞ্জ উপজেলা ও বিয়ানীবাজার উপজেলার দুবাগ এবং চারখাই ইউনিয়নের বিভিন্ন হিফজুল কুরআন মাদ্রাসার কোমলমতি শতাধিক ছাত্ররা অংশ গ্রহণ করে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ৩০ পারা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন বিয়ানীবাজার উপজেলার চারখাই মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল-এর ছাত্র মোঃ তাওহীদ আহমদ ও মোঃ নাসিম উদ্দিন এবং তৃতীয় স্থান অর্জন করেন জকিগঞ্জ উপজেলার লামারগ্রাম মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুল্লাহ আল মামুন। ১৫ পারা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বিয়ানীবাজার উপজেলার চারখাই মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল-এর ছাত্র ইরফান হোসাইন ফাহিম, দ্বিতীয় স্থান অর্জন করেন লামারগ্রাম মাদ্রাসার ছাত্র তাহমিদ আহমদ ও তৃতীয় স্থান অর্জন করেন বিয়ানীবাজার উপজেলার চারখাই মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল-এর ছাত্র মোস্তাফিজুর রহমান সাঈদ।
এছাড়া আরও বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকজন প্রতিভাবান ছাত্রকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
দিনব্যাপী প্রাণবন্ত এ প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি হাফিজ মাওলানা সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা হাতেম আহমদ, কেন্দ্রীয় পরীক্ষক ও বিচারক হাফিজ মাওলানা মুফতি মোঃ ইউসুফ ও জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ, সিলেটের সহকারী শিক্ষক হাফিজ মাওলানা আবু সুফিয়ান নাছিম।
দিনব্যাপী বিভিন্ন পর্বে প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় ফাইনাল রাউন্ড শুরু হলে হাজারো দর্শক শ্রোতা সমবেত হন। ফাইনাল রাউন্ড শেষে বাদ এশা মুহুমুহু উৎসবের মধ্যদিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও লামারগ্রাম মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মুফতি আবুল হাসান-এর সভাপতিত্বে ও সিলেটের মাছিমপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা আলী আহমদ-এর উপস্থাপনায় শুরুতে স্বাগতম বক্তব্য রাখেন হিলফুল ফুযুল যুব সমাজের প্রচার সম্পাদক কামিল আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ আলেম মাওলানা আব্দুল মুনিম।
প্রধান আলোচক ছিলেন সিলেট নগরীর নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুদ্দীন ক্বাসিমী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট নগরীর কাজলশাহ জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা ক্বারী শহীদ আহমদ, সুবহানীঘাট মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল মুছব্বির, জকিগঞ্জের বড়পাথর মাদ্রাসার সাবেক মুহতামীম মাওলানা আব্দুল গফুর, বিয়ানীবাজার খাড়াভরা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা জামাল আহমদ, শেরুলভাগ মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল হামিদ, সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমদ ফয়সল, বীরশ্রী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার খাড়াভরা মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুর রহীম, ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, জকিগঞ্জ প্রেসেক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, শেরুলভাগ মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল হালিম, প্রবাসী খেলাফত মজলিস নেতা মাওলানা আলী হোসেন, ব্যবসায়ী কবির আহমদ, ডা. আব্দুল লতিফ, হিলফুল ফুযুল ইসলামী যুব সমাজের সভাপতি আতিকুর রহমান, সহ সভাপতি আব্দুস সামাদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, কোষাধ্যক্ষ সুহেল আহমদ, প্রচার সম্পাদক নাজমুল হক সহ সংগঠনের উপদেষ্টা ও সম্মানিত সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রদের মধ্যে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে সংগঠনের পক্ষ থেকে সকল অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয় এবং মোনাজাতের মাধ্যমে পুরো অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত করেন অনুষ্ঠানের সভাপতি মাওলানা মুফতি আবুল হাসান।
Leave a Reply