জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন জকিগঞ্জ প্রেসক্লাবের এক সভা শনিবার বিকেলে প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত সাংবাদিক জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বদরুল হক খসরু ও প্রেসক্লাবের সাবেক সদস্য লুৎফুর রহমান স্কুল ও কলেজের অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চলের মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা জ্ঞাপন করে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি এখলাছুর রহমান, সহ সভাপতি রহমত আলী হেলালী, যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না, সহ সম্পাদক মোরশেদ লস্কর, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সীমান্ত তরফদার মাসুদ, অফিস ও প্রচার সম্পাদক কেএম মামুন, সংস্কৃতি ও ক্রীড়া রিপন আহমদ, আবু বক্কর মোঃ ফয়সল ও ওমর ফারুক প্রমূখ। সভায় বক্তারা সাংবাদিকদের উপর মিথ্যা মামলার নিন্দা প্রকাশ করেন। এছাড়াও জকিগঞ্জ প্রেসক্লাবে বিভিন্ন বিষয়াদি নিয়া আলোচনার পাশপাশি প্রেসক্লাবকে গতিশীল করতে নানা প্রদক্ষেপ গ্রহণের সিন্ধান্ত হয়।
Leave a Reply