1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে একদিনের ব্যবধানে দু’জনের আত্মহত্যা! জকিগঞ্জে গণিপুরী হুজুরের ছেলে মাওলানা নুরুল হক চৌধুরী’র ইন্তেকাল: সোমবার জানাজা সিলেট নোমানীয়া লাইব্রেরীর স্বত্বাধিকারী হাফিজ নোমান আহমদ-এর ইন্তেকাল: দাফন সম্পন্ন হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা আলহাজ্ব চেরাগ আলী হার্ট ফাউন্ডেশনে ভর্তি জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদার অসুস্থ : দোয়া কামনা জকিগঞ্জে বিএনপির সাবেক দায়িত্বশীলদের মতবিনিময় অনুষ্ঠিত জকিগঞ্জে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি: থানায় জিডি প্রভাষক মোহাম্মদ হোসেন (জামিল): যার ছোয়ায় ৭ মাসে বদলে গেল জকিগঞ্জ সরকারি কলেজের অভ্যন্তরীণ চিত্র! জকিগঞ্জের হাফছা মজুমদার মহিলা কলেজে অস্ত্রহাতে মহড়ার ভিডিও নিয়ে তোলপাড় জকিগঞ্জের আমলশীদে আল-মাদানী পরিষদ-এর ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

জকিগঞ্জের কসকনকপুর প্রবাসী ফোরাম-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন-এর প্রবাসীদের সংগঠন ‘৮নং কসকনকপুর প্রবাসী ফোরাম-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১লা অক্টোবর ) বিকাল ৩ ঘটিকার সময় কসকনকপুর ইউনিয়ন অফিসের সামনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাফিজ খলিলুর রহমান-এর সভাপতিত্বে ও মোঃ জামিল আহমদ-এর সঞ্চালনায় শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শরিফ উদ্দিন।
৮নং কসকনকপুর প্রবাসী ফোরাম-এর সহ সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খাঁন-এর শুভেচ্ছা বক্তব্যে সুচীত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ও বিশেষ অতিথি ছিলেন ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ।
এতে বক্তব্য রাখেন প্রবাসী নেজাম চৌধুরী, ব্যবসায়ী নজরুল ইসলাম নমিক, লেখক মাজহারুল ইসলাম জয়নাল, ইউপি সদস্য বদরুল হক, হাফিজ জাহিদ উদ্দিন ও তাজুল ইসলাম প্রমূখ।
এছাড়া প্রবাসী ফোরাম-এর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোলেমান আহমদ লস্কর, জুয়েল রানা, নাসির লস্কর, আব্দুল মুকিত ও ছয়েফ মিরাসী।
বক্তারা প্রবাসী ফোরাম-এর উত্তরোত্তর সফলতা কামনা ও সর্বদা পাঁশে থাকার আশ্বাস দিয়ে বলেন, গরিব, অসহায় ও এতিমদের প্রতি এ ফোরাম আরও বেশি যত্নশীল হয়। এ ক্ষেত্রে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান।
এ সময় ফোরাম-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোলেমান আহমদ লস্কর বলেন, সমাজের গরীব, অসহায় ও এতিম শিশুদের জীবন পরিবর্তনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এ ক্ষেত্রে অর্থায়নে এগিয়ে এসেছেন আমাদের ইউনিয়ন-এর সকল প্রবাসীরা।
তিনি এই ফোরামে যারা সবসময় সহযোগিতা করছেন সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে দোয়া ও শিরনী বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট