জকিগঞ্জে কর্মরত মূলধারার সাংবাদিকদের সংগঠন “জকিগঞ্জ প্রেসক্লাব, সিলেট”-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে জকিগঞ্জ প্রেসক্লাব ভবনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জকিগঞ্জ প্রেসক্লাবে সদস্য হতে আবেদনকারীদের আবেদন যাচাই-বাছাইয়ের জন্য প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না, ক্রীড়া, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক এম আব্দুল্লাহ আল মাসউদ তরফদার ও সিনিয়র সদস্য মোঃ ইউনুছ আলীকে দায়িত্ব প্রদান করা হয়।
এছাড়াও আগামী ৬ ডিসেম্বর-২০২৫ খ্রিস্টাব্দ, রোজ-শনিবার, দুপুর ১২ ঘটিকার সময় প্রেসক্লাব ভবনে নতুন কমিটি গঠনের চুড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ এখলাছুর রহমান, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ এম. আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি রহমত আলী হেলালী, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, ক্রীড়া, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক এম. আব্দুল্লাহ আল মাসউদ তরফদার, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক কে এম মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিপন আহমদ, সদস্য মোঃ ইউনুছ আলী, মাসুম আহমদ খাঁন ও আবু বকর মোঃ ফয়ছল প্রমূখ।
Leave a Reply